রাতে বাড়ি থেকে বের হলে শীত শীত ভাব, দিনের বেলা পাখা চালাতে হচ্ছে। এতটাই গরম লাগছে বর্তমানে এটাই বাংলার আবহাওয়া। যদিও গত সপ্তাহে হালকা বৃষ্টিপাতের জেরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছিল কিন্তু হঠাৎ করেই ফের বাড়তে শুরু করেছে আবহাওয়ার তাপমাত্রা।
তবে ফের বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। আসলে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় বৃষ্টিপাতের দাপটের কথা উল্লেখ করা হয়েছে। আজ থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাড়বে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। চলুন তাহলে দেখে নেওয়া যাক কেমন থাকবে বাংলার আবহাওয়া।
না এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে জানানো হয়েছে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বেড়ে যাবে তাপমাত্রা। এক ধাক্কায় প্রায় দুই থেকে তিন ডিগ্রির মতো তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মার্চের শুরু থেকেই বেশ জোড়ালো গরম পড়ে যাবে তিলোত্তমায়। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিন্তু বেশ ভালো রকমের দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিংপঙে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র এই দুই শৈল ভূমিই নয়। বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর।