ফের ধাক্কা খেল Jio গ্রাহকরা, আর পাওয়া যাবে না বিনামূল্যের এই বিশেষ সুবিধা | Jio Removes JioCinema Free Subscription
ফের বড় ধাক্কা খেল Reliance Jio গ্রাহকরা। আসলে জিও আজ সমস্ত প্ল্যানের সাথে বিনামূল্যে পাওয়া একটি পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। জিও গ্রাহকরা আর মোবাইল প্ল্যানের সাথে জিও সিনেমার সাবস্ক্রিপশন পাবে না। জিও সিনেমা এখন ডিজনি + হটস্টারের সাথে মিশে গিয়ে JioHotstar নামে বাজারে এসেছে। এতদিন পর্যন্ত রিলায়েন্স জিও সমস্ত প্রিপেড এবং পোস্টপেড মোবাইল প্ল্যানের সাথে বিনামূল্যে জিও সিনেমার সুবিধা প্রদান করত।
তবে রিলায়েন্স জিও এখন এই সুবিধাটি সমস্ত প্ল্যান থেকে সরিয়ে নিয়েছে, কারণ জিও সিনেমা আর স্বতন্ত্র প্ল্যাটফর্ম নয়। যদিও জিও গ্রাহকদের কাছে জিও সিনেমা ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছিল। যেহেতু লাইভ খেলা সহ এখানে বিভিন্ন সিনেমা দেখা যেত। তবে এখন এই সুবিধা JioHotstar অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।
জিও হটস্টারের ঘোষণার পর রিলায়েন্স জিও, জিও সিনেমার সুবিধা সরিয়ে দেবে এটাই স্বাভাবিক। এখন থেকে রিলায়েন্স জিও সমস্ত প্ল্যানের সাথে অতিরিক্ত সুবিধা হিসাবে দুটি জিও অ্যাপ ব্যবহারের সুবিধা দেবে – জিও টিভি এবং জিও ক্লাউড। জিও টিভি আরেকটি ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্ম। জিও টিভির মাধ্যমে লাইভ টিভি দেখা যায় এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকলে বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাওয়া যায়।
জিও সম্প্রতি বেশ কয়েকটি প্রিপেড প্ল্যান এনেছে, যেখানে JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এদের দাম ১৯৫ টাকা এবং ৯৪৯ টাকা। এই প্ল্যানগুলির সুবিধা নীচে দেওয়া হল।
জিও-র ১৯৫ টাকার প্ল্যানের বৈধতা ৯০ দিন, অর্থাৎ ৩ মাস। এই প্ল্যান ব্যবহারকারীরা ১৫ জিবি হাই-স্পিড ডেটা এবং পুরো ৯০ দিনের জন্য বিনামূল্যে জিও হটস্টার সাবস্ক্রিপশন পাবেন।
এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এখানে আপনি আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও প্রতিদিন ২ জিবি ডেটা এবং ১০০ টি এসএমএসের সুবিধা আছে। আবার এখানেও পুরো ৩ মাসের জন্য বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন?…
অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iPhone 16e। এক রিপোর্টে দাবি, এই স্মার্টফোন সাড়া ফেলেছে বাজারে। কোম্পানির…
This website uses cookies.