লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ফের ধাক্কা খেল Jio গ্রাহকরা, ভ্যালিডিটি কমলো এই দুই রিচার্জ প্ল্যানের

Updated on:

ফের Jio ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। ভারতের বৃহত্তম টেলিকম অপারেটরটি ৬৯ টাকা এবং ১৩৯ টাকার ডেটা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটিতে পরিবর্তন এনেছে। এই পরিবর্তন কেবল ডেটা অ্যাড-অন প্যাকগুলির ক্ষেত্রে আনা হয়েছে। ৬৯ টাকা ও ১৩৯ টাকার জিও প্ল্যানে আগে যেখানে গ্রাহকরা সক্রিয় প্ল্যানের সমান ভ্যালিডিটি পেত, এখন তা কমিয়ে আনা হয়েছে।

অর্থাৎ, আগে যদি জিও গ্রাহকদের বেস প্ল্যানের ভ্যালিডিটি ৪২ দিন থাকতো, তাহলে এই ডেটা বুস্টার প্ল্যানগুলি ৪২ দিন পর্যন্ত ব্যবহার করা যেত। তবে জিও এখন ডেটা বুস্টার প্ল্যানগুলির ভ্যালিডিটি পরিবর্তন করে নির্দিষ্ট ভ্যালিডিটি অফার করার সিদ্ধান্ত নিয়েছে। আসুন জিও-র ৬৯ টাকার ও ১৩৯ টাকার প্ল্যানের নতুন সুবিধা জেনে নেওয়া যাক।

READ MORE:  Airtel Infinity Family plan ₹699: এক রিচার্জে চলবে বাড়ির চারটি সিম, Airtel এর ফ্যামিলি প্ল্যানে অনেক ফায়দা | Airtel Amazon Prime Free Subscription

Jio-র ৬৯ টাকার ডেটা প্ল্যান

রিলায়েন্স জিও-র ৬৯ টাকার ডেটা প্ল্যানে ৬ জিবি ডেটা পাওয়া যায় এবং এখন এটি মাত্র ৭ দিনের জন্য বৈধ। জিও-র কোনো বেস অ্যাক্টিভ প্রিপেইড প্ল্যান থাকলেই এই প্ল্যান রিচার্জ করা যাবে।

জিও-র ১৩৯ টাকার ডেটা প্ল্যান

রিলায়েন্স জিও-র ১৩৯ টাকার ডেটা প্ল্যানে ১২ জিবি ডেটা দেওয়া হয় এবং এর মেয়াদ ৬৯ টাকার প্ল্যানের সমান, অর্থাৎ ৭ দিন। এটি রিচার্জ করার জন্যেও জিও-র বেস অ্যাক্টিভ প্ল্যানের প্রয়োজন হবে।

READ MORE:  Jio Plan: Jio গ্রাহকদের জন্য বড় খবর, ২ দিনের মধ্যে বন্ধ হচ্ছে নতুন এই রিচার্জ প্ল্যান | Jio Discontinue New Year Welcome Plan

উল্লেখ্য, জিও-র আগে ডেটা বুস্টার বিভাগে কেবলমাত্র এই দুটি প্ল্যান অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এখন ডেটা ভাউচার বিভাগ সরিয়ে দেওয়া হয়েছে এবং ৬৯ টাকার ও ১৩৯ টাকার প্ল্যানকে ডেটা প্যাক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে নির্দিষ্ট দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। জিও-র সবচেয়ে সস্তা ডেটা প্যাকের দাম শুরু হচ্ছে ১১ টাকা থেকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  গ্রাহক অসন্তোষের জের, Jio, Airtel, Vi-র ভয়েস ও SMS অনলি রিচার্জ প্ল্যানের দাম কমাতে বাধ্য করতে পারে ট্রাই

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.