SD কার্ড, গুগল স্টোরেজের দিন শেষ, বিনামূল্যে ৫০ জিবি AICloud স্টোরেজ দিচ্ছে জিও
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: একটা সময় ছিল যখন দাম দিয়ে ফোন কিনেও পাওয়া যেত না পর্যাপ্ত স্টোরেজ। যে কারণে মোবাইলের দোকানে গিয়ে অনেকেই কিনতেন ৮ জিবি বা ১৬ জিবির মাইক্রো SD কার্ড। যদিও সেটার প্রয়োজনীয়তা অনেক দিন আগেই ফুরিয়েছে, যবে থেকে ফোনে ২৫৬ জিবি বা ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হচ্ছে। এদিন শেষ পেরেকটি গেঁথে দিল জিও। সম্প্রতি কোম্পানির ঘোষণা, প্রিপেইড ও পোস্টপেইড রিচার্জের সঙ্গে পাওয়া যাবে ৫০ জিবি এআই ক্লাউড স্টোরেজ (Jio AI Cloud Storage)।
২০২৪ সালেই এআইক্লাউড স্টোরেজ নিয়ে ভাবনাচিন্তা প্রকাশ করে জিও। এবার সাধারণ গ্রাহকেরা তা যাতে ব্যবহার করতে পারেন তার জন্য রিচার্জ প্ল্যানের সঙ্গে যুক্ত করা হল এই সুবিধা। তবে সব রিচার্জে নয়, নির্দিষ্ট বাছাই করা প্রিপেইড বা পোস্টপেইড প্ল্যান নিলে তবেই এই ৫০ জিবি স্টোরেজ পাওয়া যাবে। কী কী রিচার্জ প্ল্যান রয়েছে? আসুন জেনে নেওয়া যাক।
জিও এআইক্লাউড ওয়েলকাম অফার : ৫০ জিবি স্টোরেজ
জানা গিয়েছে, জিও’র ২৯৯ টাকা এবং তার বেশি মূল্যের প্রিপেইড প্ল্যানগুলিতে ৫০ জিবি এআই-ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে। জিও ভ্যালু প্ল্যান এবং ২৯৯ টাকার কম মূল্যের প্ল্যানগুলিতে কেবল নিয়মিত ফ্রি-টায়ার স্টোরেজ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।
অন্যদিকে, জিও’র সমস্ত পোস্টপেইড প্ল্যানে এখন ৫০ জিবি এআই-ক্লাউড স্টোরেজ পাওয়া যাচ্ছে। ৩৪৯ টাকা, ৪৪৯ টাকা, ৬৪৯ টাকা, ৭৪৯ টাকা এবং ১,৫৪৯ টাকার জিও পোস্টপেইড প্ল্যানে ৫০ জিবি এআই-ক্লাউড স্টোরেজ পাবেন ব্যবহারকারীরা।
প্রসঙ্গত, ২০২৪ এ রিলায়েন্সের বার্ষিক সভায় মুকেশ আম্বানি জানিয়েছিলেন, “জিও ব্যবহারকারীরা ১০০ জিবি পর্যন্ত বিনামূল্যে ক্লাউড স্টোরেজ পাবেন, যেখানে তারা তাদের সমস্ত ছবি, ভিডিয়ো, ডকুমেন্ট, অন্যান্য সমস্ত ডিজিটাল কন্টেন্ট এবং ডেটা নিরাপদে সংরক্ষণ এবং অ্যাক্সেস করতে পারবেন। ক্লাউড ডেটা স্টোরেজ এবং ডেটা-চালিত এআই পরিষেবা সর্বত্র সকলের জন্য উপলব্ধ