ফের বিদ্যুৎ বিভ্রাটের কলকাতা হাইকোর্টে! মোবাইলের আলোয় রায়দান বিচারপতির
প্রীতি পোদ্দার, কলকাতা: ফের আরও একবার ভর দুপুরে আঁধার নেমে এল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে। মুহূর্তের মধ্যে থমকে গেল সমগ্র এজলাসের বিচারপ্রক্রিয়া। আসলে আদালত মানেই তুঙ্গে ব্যস্ততা। হাজার হাজার মামলাই শুধু নয়, তার সঙ্গে রয়েছে আইনজীবীদের নানাবিধ কাজ। কিন্তু গতকাল এমন নজিরবিহীন ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গেল কোর্ট চত্বরে। হতবাক হলেন আদালতে উপস্থিত প্রত্যেকেই।
সূত্রের খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার, ঘড়িতে তখন বাজে ১২টা ৪৯ মিনিট ৩৪ সেকেন্ড। এজলাসে তখন চলছে বিচারপ্রক্রিয়া। হঠাৎ করেই আচমকা শুনানি থামিয়ে দিলেন বিচারকেরা। মুহূর্তের মধ্যে ঘরের ভেতর অন্ধকার হয়ে গেল। এদিকে হাইকোর্টের চারটি লিফট, একাধিক এক্সেলেটর রয়েছে সেগুলিও মাঝপথে আটকে যায়। যার ফলে লিফটের ভেতর আটকে পড়েন একাধিক আইনজীবী ও মামলাকারীরা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরজুড়ে। শেষ পর্যন্ত জানা যায় হঠাৎই লোডশেডিং বা পাওয়ার কাটের কারণে হাইকোর্টের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তারই জেরে এই বিপত্তি। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছিল।
আদালত সূত্রের খবর, হাইকোর্টে যখন লোডশেডিং চলছিল তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চলছিল একটি মামলা। আচমকা লোডশেডিং এ পুরো ঘর অন্ধকার হয়ে যায়। সেকেন্ডের জন্য থেমে যায় বিচারপ্রক্রিয়া। তবে সেই সময় উপস্থিত বুদ্ধি কাজে লাগান এজলাসে হাজির থাকা আইনজীবীরা। যার যার মোবাইলে জ্বালান ফ্ল্যাশ লাইট। প্রায় ৫০ জন আইনজীবীর মোবাইল ফোনের আলোতে রীতিমত ঝলমল করে ওঠে আদালত কক্ষ। আর উল্লেখযোগ্য বিষয় হল সেই মোবাইল ফোনের আলোতে মামলার রায় লিখলেন বিচারপতি। যা ছিল নজিরবিহীন।
তবে এই লোডশেডিং এর ঘটনা শুধুমাত্র আজকের নয়, কয়েক মাস আগে ঠিক এমনই পাওয়ার কাট হয়ে গিয়েছিল আদালত চত্বর। ৭-৮ মিনিট অন্ধকারে ডুবেছিল উচ্চ আদালত। এরফলেই থমকে যায় সবকিছু। কিন্তু সেবারে নির্দিষ্ট একটি অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল। তবে এবার সমগ্র আদালত চত্বরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর এই পাওয়ার কাটের পিছনে একমাত্র দায়ী করা হচ্ছে গরমের তীব্র দাবদাহকে। মার্চের শুরুতেই অত্যাধিক গরম বাড়ার ফলে বিদ্যুৎ এর উপর বেশ চাপ পড়ছে। যার ফলে অহরহ কারেন্ট চলে যাচ্ছে। এবার সেই একই হাল হল কলকাতা হাইকোর্টে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
Samsung Galaxy Tab S10 FE এবং Galaxy Tab S10 FE+ আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হয়েছে। কোম্পানির…
২০২৪ সাল থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু করেছে।…
শ্বেতা মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employee) জন্য রইল বিরাট খবর। নতুন অর্থবর্ষ শুরু…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে দিনটির জন্য সবাই অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান। ২০১৬ সালের এসএসসি…
সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিবছরই ফোর্বস বিশ্বের ধনকুবেরদের তালিকা প্রকাশ করে। যেখানে উঠে আসে কার সম্পত্তি…
Vivo V50 ফেব্রুয়ারি মাসে ভারতে এসেছে। আবার Vivo V50 সিরিজের দ্বিতীয় মডেল এপ্রিলেই প্রকাশ হবে…
This website uses cookies.