ফের ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা! এই শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, কবে, কবে? জেনেনিন

আবার‌ও ভোগান্তির মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা।‌ বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন।‌ বিশেষ করে শিয়ালদহ শাখার যাত্রীরা। প্রায় সাড়ে ৯ ঘন্টার বেশি সময় ধরে কাজ চলবে ওই লাইনে যে কারণে ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

এই বিষয়ে জানা গেছে, শিয়ালদহ ডিভিশনের বাসুলডাঙ্গা স্টেশনে ফুট ওভার ব্রিজে কাজ চলবে। যে কারণে বিঘ্ন ঘটবে ট্রেন চলাচলে। ৮ই ফেব্রুয়ারি রাত দশটা বেজে ১৫ মিনিট থেকে পরের দিন অর্থাৎ ৯ তারিখ সকাল ৮টা পর্যন্ত থাকছে পাওয়ার ব্লক। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি মারফত তা জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

READ MORE:  Railway Recruitment 2025: মাধ্যমিক পাশেই রেলে ৩২০০০ এর বেশি শূন্যপদ, দেখে নিন আবেদনের পদ্ধতি। Railway Recruitment 2025 See Eligibility and Application Process

লোকাল ট্রেন

উল্লেখ্য, শুধু লোকাল বাতিলই নয়। এই ঘন্টার মধ্যে চলা বেশ কিছু ট্রেনকেও ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। চলুন দেখা‌ নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল হল ও কোন কোন ট্রেন ঘুরপথে যাবে-

১.⁠ ⁠৩৪৮৫৪/৩৪৮৫৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল মগরা হাট থেকে ছাড়বে।
২.⁠ ⁠৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদহ – ডায়মন্ড হারবার – শিয়ালদহ লোকাল ওই দিন মগরা হাট থেকে সংক্ষিপ্তভাবে বন্ধ থাকবে।
৩.⁠ ⁠৩৪৮৫৮ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল ৮ তারিখে বারুইপুরে এসে থামবে।
৪.⁠ ⁠৩৪৮১১ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ৯ই ফেব্রুয়ারি বারুইপুর থেকে ছাড়বে।
৫.⁠ ⁠৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদহ-ডায়মন্ড হারবার- শিয়ালদহ লোকাল মগরাহাট থেকে যাতায়াত করবে।

READ MORE:  মধ্যবিত্তের জন্য সুখবর, আগামী মাসের মধ্যেই এতটা সস্তা হতে পারে রান্নার তেলের দাম

দেখে নেওয়া যাক বাতিল ট্রেনের তালিকা!

১.⁠ ⁠শনিবার ৮ই ফেব্রুয়ারি বাতিল থাকছে ডাউন ৩৪৮৬০, ৩৪৮৫৬ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল।
২.⁠ ⁠ওই দিন বাতিল থাকছে আপ 34857 ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল।
৩.⁠ ⁠বাতিল থাকছে সোনারপুর – ডায়মন্ড হারবার: ডাউন ৩৪৮৮২
৪.⁠ ⁠বাতিল হয়েছে ডায়মন্ড হারবার – বারুইপুর: আপ ৩৪৮৯১
৫.⁠ ⁠এছাড়াও বাতিলের তালিকায় রয়েছে ডায়মন্ড হারবার-শিয়ালদহ: আপ ৩৪৮১২, ৩৪৮১৫, ৩৪৮১৭, ৩৪৮২৩ / ডাউন ৩৪৮১২,৩৪৮১৮, ৩৪৮২০

READ MORE:  রাজ্যসভায় পাশ সংশোধিত রেলওয়েজ় বিল, রেল বেসরকারিকরণের পথে কেন্দ্র! অভিযোগে সরব বিরোধী পক্ষ