লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ফোনে নেটওয়ার্ক নেই? যেকোনো নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে Jio, Airtel, Vi, BSNL গ্রাহকরা

Published on:

ফোনে আসছে না নেটওয়ার্ক? Jio, Airtel, Vi, BSNL ব্যবহারকারীরা এই ছোট্ট কৌশলটি জেনে রাখুন

শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ফোনে নেটওয়ার্ক না পাওয়া গেলে, Jio, Airtel, Vodafone Idea এবং BSNL এর মধ্যে যেকোনও নেটওয়ার্ক ব্যবহার করা যাবে বলে জানালেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জোত্যিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন, গ্রাহক যদি এমন কোনও জায়গায় আটকে পড়েন, যেখানে তার মোবাইল সংস্থার নেটওয়ার্ক অনুপলব্ধ, সেক্ষেত্রে তিনি ইন্টার সার্কেল রোমিং (ICR) এর মাধ্যমে অন্য সংস্থার নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।

READ MORE:  TRAI: স্প্যাম কল রুখতে না পারলে Jio, Airtel -দের ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করবে ট্রাই | TRAI Fine 10 Lakhs Rupees on Telecom Companies

এই উদ্ভাবনী বৈশিষ্ট্যটি দুর্গম এলাকায় সংযোগ বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মত টেলিকম বিভাগের। আইসিআর-এর সাহায্যে গ্রাহকের প্রাথমিক টেলিকম পরিষেবা না পাওয়া গেলে, তার ফোন স্বয়ংক্রিয়ভাবে অন্য নেটওয়ার্কে স্যুইচ করতে পারে। সবটাই হবে ইন্টার সার্কেল রোমিং প্রকল্পের অধীনে। উদাহরণস্বরূপ, কারও যদি Jio নেটওয়ার্ক অনুপলব্ধ থাকে বা সার্ভার ডাউন হয়ে যায়, তাহলে তিনি অন্য কোনও সরবরাহকারীর পরিষেবা গ্রহণ করতে পারেন।

READ MORE:  Jio Hotstar Subscription: ১৪০ টাকার কমে ৯০ দিন ভ্যালিডিটি সহ হাই স্পিড ইন্টারনেট ডেটা, Jio-র সেরা তিন প্ল্যান | Jio Internet Data Plan Price Under 140 Rupees

কীভাবে কাজ করে ইন্টার সার্কেল রোমিং?

কেন্দ্রীয় সরকারের প্রকল্প ডিজিটাল ভারত নিধি (DBN) দ্বারা গঠন করা সাইটগুলিতে এই পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এই আইসিআর গ্রাহকের ফোনকে উপলব্ধ নেটওয়ার্কগুলি স্ক্যান করতে, ডিজিটাল ভারত নিধি (DBN) দ্বারা অর্থায়িত টাওয়ারগুলি শনাক্ত করতে এবং স্বয়ংক্রিয়ভাবে তাদের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে।

ইন্টার সার্কেল রোমিংয়ের সুবিধা

এই পরিষেবার মূল সুবিধা হল, প্রাকৃতিক দুর্যোগের সময় ব্যবহারকারীদের সংযুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করবে। তাছাড়া অতিরিক্ত খরচ ছাড়াই গ্রামীণ অঞ্চলে ধারাবাহিক কভারেজ পাওয়া যাবে। টেলিকম বিভাগের দাবি, সুরক্ষা বা ডেটা গতির সাথে কোনও আপস করা হবে না।

READ MORE:  JioHotstar Subscription: সামনেই আসছে IPL, মাত্র ১০০ টাকায় JioHotstar সাবস্ক্রিপশন সঙ্গে ৫ জিবি নেট দিচ্ছে জিও | Jio Rs 100 Prepaid Plan

জোত্যিরাদিত্য সিন্ধিয়া এ বিষয়ে বলেন, “প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সমস্যার সাথে আর লড়াই করতে হবে না। ইন্টার সার্কেল রোমিং (ICR) এর মাধ্যমে, আপনার ফোন নির্বিঘ্নে উপলব্ধ নেটওয়ার্কে স্যুইচ করে, নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করবে। এর ফলে যেকোনও সময়, যেকোনো জায়গায় সংযুক্ত থাকতে পারবেন।”

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.