ফোনে নেটওয়ার্ক নেই? যেকোনো নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে Jio, Airtel, Vi, BSNL গ্রাহকরা
ফোনে আসছে না নেটওয়ার্ক? Jio, Airtel, Vi, BSNL ব্যবহারকারীরা এই ছোট্ট কৌশলটি জেনে রাখুন
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ফোনে নেটওয়ার্ক না পাওয়া গেলে, Jio, Airtel, Vodafone Idea এবং BSNL এর মধ্যে যেকোনও নেটওয়ার্ক ব্যবহার করা যাবে বলে জানালেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জোত্যিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেন, গ্রাহক যদি এমন কোনও জায়গায় আটকে পড়েন, যেখানে তার মোবাইল সংস্থার নেটওয়ার্ক অনুপলব্ধ, সেক্ষেত্রে তিনি ইন্টার সার্কেল রোমিং (ICR) এর মাধ্যমে অন্য সংস্থার নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।
এই উদ্ভাবনী বৈশিষ্ট্যটি দুর্গম এলাকায় সংযোগ বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মত টেলিকম বিভাগের। আইসিআর-এর সাহায্যে গ্রাহকের প্রাথমিক টেলিকম পরিষেবা না পাওয়া গেলে, তার ফোন স্বয়ংক্রিয়ভাবে অন্য নেটওয়ার্কে স্যুইচ করতে পারে। সবটাই হবে ইন্টার সার্কেল রোমিং প্রকল্পের অধীনে। উদাহরণস্বরূপ, কারও যদি Jio নেটওয়ার্ক অনুপলব্ধ থাকে বা সার্ভার ডাউন হয়ে যায়, তাহলে তিনি অন্য কোনও সরবরাহকারীর পরিষেবা গ্রহণ করতে পারেন।
কেন্দ্রীয় সরকারের প্রকল্প ডিজিটাল ভারত নিধি (DBN) দ্বারা গঠন করা সাইটগুলিতে এই পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এই আইসিআর গ্রাহকের ফোনকে উপলব্ধ নেটওয়ার্কগুলি স্ক্যান করতে, ডিজিটাল ভারত নিধি (DBN) দ্বারা অর্থায়িত টাওয়ারগুলি শনাক্ত করতে এবং স্বয়ংক্রিয়ভাবে তাদের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে।
এই পরিষেবার মূল সুবিধা হল, প্রাকৃতিক দুর্যোগের সময় ব্যবহারকারীদের সংযুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করবে। তাছাড়া অতিরিক্ত খরচ ছাড়াই গ্রামীণ অঞ্চলে ধারাবাহিক কভারেজ পাওয়া যাবে। টেলিকম বিভাগের দাবি, সুরক্ষা বা ডেটা গতির সাথে কোনও আপস করা হবে না।
জোত্যিরাদিত্য সিন্ধিয়া এ বিষয়ে বলেন, “প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সমস্যার সাথে আর লড়াই করতে হবে না। ইন্টার সার্কেল রোমিং (ICR) এর মাধ্যমে, আপনার ফোন নির্বিঘ্নে উপলব্ধ নেটওয়ার্কে স্যুইচ করে, নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করবে। এর ফলে যেকোনও সময়, যেকোনো জায়গায় সংযুক্ত থাকতে পারবেন।”
BSNL 5G পরিষেবার যৌথভাবে পরিচালনা করবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ…
প্রীতি পোদ্দার, কলকাতা: এখন চলছে রমজান মাস। আর কিছুদিন পরেই পালন করা হবে ইদ (Eid…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের জার্সি গায়ে তুলতেই ভারতের পথে কাঁটা হয়ে উঠলেন ইংলিশ প্রিমিয়ার লিগে…
১০ এপ্রিলের মধ্যে গ্রাহকদের (PNB Customer) কেওয়াইসি (আপনার গ্রাহককে জানুন) বিবরণ পূরণ করার জন্য একটি…
১,২৯,৯৯৯ টাকার Galaxy S25 Ultra পাওয়া যাবে ৮০ হাজার টাকায়। ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ বোনসের…
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: দেশের বৃহত্তম টেলিকম অপারেটর Jio নিয়ে এল নতুন প্রিপেইড প্ল্যান, যেখানে ২০০…
This website uses cookies.