ফোনে ২টি সিম রাখেন? তাহলে Airtel, Jio, BSNL-র এই প্ল্যানগুলি আপনার জন্য সাশ্রয়ী
শ্বেতা মিত্র, কলকাতা: গত বছর Jio, Airtel, ভোডাফোনের মতো নামী টেলিকম সংস্থাগুলো তাঁদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল। এক ধাক্কায় বেশ কিছুটা মূল্য বৃদ্ধি হওয়ার ফলে বেশ চাপের মধ্যেই পড়েছিলেন মধ্যবিত্ত পরিবারের মানুষজন। ধীরে ধীরে বর্ধিত দামের ধাক্কা সামলে উঠতে শুরু করেছিল সাধারণ মানুষ। বাজেট ঠিকঠাক রাখার জন্য এখন অনেকেই কম দামের রিচার্জ প্ল্যানের সন্ধানে থাকেন। তাছাড়া এখন অনেকের কাছেই থাকে দু’টো করে সিম কার্ড। দু’টো সিম কার্ডই যে সমানভাবে ব্যবহার করা হয় তেমন না-ও হতে পারে। একটায় হয়তো বেশি কাজ হয়, অন্যটায় কম। এই পরিস্থিতিতে কম ব্যবহৃত সিম কার্ড শুধু চালু রাখার জন্য নূন্যতম মূল্যের রিচার্জ প্ল্যানের দরকার পড়ে। আপনি যে কোম্পানির সিম কার্ডই ব্যবহার করুন-না কেন, এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন কম দামের রিচার্জ প্ল্যান কোনটা।
এই রিচার্জ প্ল্যান আনলিমিটেড কলিং, ৩০০টি SMS এবং ২ জিবি পর্যন্ত ডেটা দেওয়া হচ্ছে। প্ল্যানের মেয়াদ ২৮ দিনের। Jio TV, Jio Cinema এবং Jio Cloud অ্যাপ চালানোর সুবিধা পাবেন।
জিওর থেকে একটু দম বেশি। মেয়াদ সেই ২৮ দিনের। আনলিমিটেড কলিং, ১০০ টি SMS এবং ২ জিবি পর্যন্ত ডেটা দেওয়া হচ্ছে।
আপনি যদি টি সিম কার্ড ব্যবহার করে থাকেন তবে ভোডাফোন-আইডিয়া আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আপনার কাছে ৯৯ ও ১৫৫ এর দুটি বিকল্প রয়েছে। তবে এই দুটি প্ল্যান সব সার্কেলে পাওয়া যায় না। ভোডাফোন-আইডিয়ার ৯৯ প্ল্যানটি ১৫ দিনের পরিষেবার ভ্যালেডিটির সঙ্গে আসে। সেইসঙ্গে এই প্ল্যানে গ্রাহকরা 200MB অবধি ডেটা পেয়ে যাবেন। ৯৯ প্ল্যানটির টকটাইম অনেকটাই কম। এতে আবার এসএমএস সুবিধাও নেক। পোর্ট করার পরেও আপনি এই পরিকল্পনাগুলি থেকে উপকৃত হতে পারেন।
বিএসএনএলের ক্ষেত্রে, আপনি ৫৯ রিচার্জে বেশ কয়েকটি সুবিধা পেতে পারেন। এছাড়াও ৯৯ টাকারও আরও একটি পরিকল্পনা রয়েছে। ৫৯ প্ল্যানটি ৭ দিনের পরিষেবার বৈধতা দেওয়া হয় এবং প্রতিদিন 1GB ডেটা থাকে। ৯৯ টাকার প্ল্যানে ১৭ দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের অফার রয়েছে। এ ছাড়া বিএসএনএলের ৯৯ টাকার প্ল্যানে আর কোনও সুবিধা নেই। সুতরাং, আপনি এটি আপনার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন।
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
This website uses cookies.