নতুন অর্থবছরের শুরুতেই বড়সড় চমক দিল কেন্দ্রীয় সরকার। এবার থেকে আধার কার্ডের ফটোকপি হাতে নিয়ে দোকান, হোটেল বা কোন জায়গায় বেরোনোর দরকার নেই। কারণ এবার আধার কার্ডের নতুন ডিজিটাল অ্যাপ (New Aadhaar App) লঞ্চ হয়েছে। তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে এই অ্যাপের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন।
জানানো হয়েছে যে, এই অ্যাপের মাধ্যমে মুখ শনাক্তকরণ করে এবার আধার যাচাই করা হবে। পাশাপাশি ব্যবহারকারীরা শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য নিজের সম্মতিতে শেয়ার করতে পারবে। অর্থাৎ, এখানে গোপনীয়তা থাকবে অটুট এবং আধার ব্যবহারের ঝুঁকিও কমবে।
ডিজিটাল পরিচয়ের এক নতুন দিগন্ত
এই অ্যাপটি বর্তমানে বিটা টেস্টিং পর্যায়ে আছে। তবে ইতিমধ্যে জানানো হয়েছে যে, এটি সাধারণ মানুষের আধার ব্যবহার এবং যাচাইকরণের অভিজ্ঞতাকে আরো নতুন স্তরে নিয়ে যাবে। ঠিক যেমন ইউপিআই অ্যাপে কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠানো যায়, এবার থেকে আধার যাচাইকরণও হবে সহজ এবং দ্রুত।
এই অ্যাপে কী কী সুবিধা মিলবে?
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এই অ্যাপে নিম্নলিখিত সুবিধাগুলি ব্যবহারকারীরা পাবে-
- ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারবেন। ফলে কোনরকম তথ্য চুরির ভয় থাকবে না।
- এখন আর ফটোকপি বা স্ক্যানের কোনরকম প্রয়োজন নেই। সব হবে এই ডিজিটাল অ্যাপের মাধ্যমে।
- হোটেল, দোকান বা চেকপয়েন্টে কাগজের আধার আর দরকার নেই।
- মুখ স্ক্যানের মাধ্যমে এবার নিরাপদ লগইন করা যাবে ও যাচাইকরণ সম্পন্ন হবে।
- আধার তথ্যের অপব্যবহার হওয়ার ঝুঁকি সম্পূর্ণ কমবে।
- দ্রুত এবং সহজ যাচাইকরণ প্রক্রিয়া হওয়াই সময় বাঁচবে।
কেন গুরুত্বপূর্ণ এই অ্যাপটি?
বর্তমান সময়ে আমাদের পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কিন্তু বহু জায়গায় এই কার্ডের ফটোকপি জমা দেওয়ার সময় ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায়। তবে নতুন আধার অ্যাপ সেই সমস্যার সমাধান এনেছে। কাগজপত্র ছাড়াই এবার নিরাপদে দ্রুত তথ্য যাচাই করা যাবে, যা সময় বাঁচাবে এবং তথ্যও রাখবে সুরক্ষিত।