ফোন দেখালেই হবে, বয়ে নিয়ে যেতে হবে না আধারের জেরক্স! নয়া অ্যাপ নিয়ে এল সরকার
নতুন অর্থবছরের শুরুতেই বড়সড় চমক দিল কেন্দ্রীয় সরকার। এবার থেকে আধার কার্ডের ফটোকপি হাতে নিয়ে দোকান, হোটেল বা কোন জায়গায় বেরোনোর দরকার নেই। কারণ এবার আধার কার্ডের নতুন ডিজিটাল অ্যাপ (New Aadhaar App) লঞ্চ হয়েছে। তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে এই অ্যাপের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন।
জানানো হয়েছে যে, এই অ্যাপের মাধ্যমে মুখ শনাক্তকরণ করে এবার আধার যাচাই করা হবে। পাশাপাশি ব্যবহারকারীরা শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য নিজের সম্মতিতে শেয়ার করতে পারবে। অর্থাৎ, এখানে গোপনীয়তা থাকবে অটুট এবং আধার ব্যবহারের ঝুঁকিও কমবে।
এই অ্যাপটি বর্তমানে বিটা টেস্টিং পর্যায়ে আছে। তবে ইতিমধ্যে জানানো হয়েছে যে, এটি সাধারণ মানুষের আধার ব্যবহার এবং যাচাইকরণের অভিজ্ঞতাকে আরো নতুন স্তরে নিয়ে যাবে। ঠিক যেমন ইউপিআই অ্যাপে কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠানো যায়, এবার থেকে আধার যাচাইকরণও হবে সহজ এবং দ্রুত।
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এই অ্যাপে নিম্নলিখিত সুবিধাগুলি ব্যবহারকারীরা পাবে-
বর্তমান সময়ে আমাদের পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কিন্তু বহু জায়গায় এই কার্ডের ফটোকপি জমা দেওয়ার সময় ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায়। তবে নতুন আধার অ্যাপ সেই সমস্যার সমাধান এনেছে। কাগজপত্র ছাড়াই এবার নিরাপদে দ্রুত তথ্য যাচাই করা যাবে, যা সময় বাঁচাবে এবং তথ্যও রাখবে সুরক্ষিত।
রেডমি আজ ঘোষণা মতো তাদের নতুন স্মার্টফোন Redmi Turbo 4 Pro লঞ্চ করল। এর দাম…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রথমে জানা গিয়েছিল, মে মাসেই মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik 2025 Result) করতে চায়…
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীর উপত্যকার সৌন্দর্যের মাঝে যেন হঠাৎ করে নেমে আসে রক্তের অন্ধকার। হ্যাঁ,…
সৌভিক মুখার্জী, কলকাতা: কম-বেশি সবাই সঞ্চয় করতে চায়। তবে আধুনিক দুনিয়ায় দাঁড়িয়ে ব্যাংকের পাশাপাশি পোস্ট…
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ের রক্তাক্ত সন্ত্রাসী হামলার (Kashmir Attack) দাগ এখনো অক্ষত। আর তারই…
This website uses cookies.