ফ্রিতে IPL দেখার দিন শেষ! IPL দেখতে গেলেই এবার নিতে হবে সাবস্ক্রিপশন, কত টাকা লাগবে জানেন?
আইপিএল ২০২৫ এবার আর বিনামূল্যে দেখা যাবে না। যারা এতদিন Jio সিনেমাতে সম্পূর্ণ বিনামূল্যে আইপিএল দেখতেন, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে চলেছে। সম্প্রতি Viacom18 এবং Star একসঙ্গে নতুন প্ল্যাটফর্ম JioStar লাঞ্চ করেছে, যেখানে আইপিএল ২০২৫ সম্প্রচারিত হবে। তবে এবার থেকে খেলা দেখতে হলে সাবস্ক্রিপশন কিনেই দেখতে হবে।
জিও সিনেমা এবং Disney+ Hotstar এবার একসঙ্গে মিলে গিয়েছে। তৈরি হয়েছে নতুন প্লাটফর্ম JioStar। এই নতুন অ্যাপেই দেখা যাবে আইপিএল ২০২৫। তবে ফ্রিতে নয়। নির্দিষ্ট কিছু ম্যাচ দেখার পর সাবস্ক্রিপশন কিনতে হবে। তবেই সম্পূর্ণ খেলা দেখতে পাবেন।
আইপিএল ২০২৫ দেখার জন্য JioStar তিনটি সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। সেগুলি হল-
JioStar-এর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএল ২০২৫-এর প্রথম কয়েকটি ম্যাচ সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে। তবে কিছু ম্যাচ দেখার পর সাবস্ক্রিপশন কিনতে হবে। এটি এক ধরনের মার্কেটিং কৌশল। প্রথমে গ্রাহকদের বিনামূল্যে খেলা দেখিয়ে তারপর সাবস্ক্রিপশন প্ল্যান কেনানো হবে।
আইপিএল ২০২৫ আপনারা JioStar অ্যাপে সরাসরি দেখতে পাবেন। তবে আগেই বলেছি, প্রথম কয়েকটি ম্যাচ ফ্রিতে দেখতে পাবেন। তারপর সাবস্ক্রিপশন কিনতেই হবে। জিও, এয়ারটেল, Vi, BSNL বা WiFi যেকোন ইন্টারনেট সংযোগ থাকলেই আপনারা আইপিএল ২০২৫ উপভোগ করতে পারবেন।
যারা এতদিন মোবাইলে ফ্রিতে আইপিএল দেখেছেন তাদের জন্য এটি অবশ্যই একটি হতাশার খবর হতে চলেছে। তবে উন্নত মানের স্ট্রিমিং এবং নতুন ফিচারসহ JioStar এবার গ্রাহকদের আইপিএল দেখার অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে তুলছে। তাই এখন থেকেই ঠিক করে ফেলুন কোন সাবস্ক্রিপশন প্ল্যানটি কিনবেন।
আপনি যদি ফটো এবং ভিডিও শ্যুটের জন্য সেরা সেলফি এবং রিয়ার ক্যামেরার ফোন খুঁজে থাকেন…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ১০ মার্চ কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি…
ই-কমার্স সাইট ফ্লিপকার্টে সেল ছাড়াও বিভিন্ন প্রোডাক্টে ছাড় দেওয়া হয়। এখন যেমন Vivo V50 5G…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ যান চলাচলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে পূর্ব মেদিনীপুরের ব্যস্ততম রাজ্য সড়কে। আজ…
শ্বেতা মিত্র, কলকাতা: টানা তাপপ্রবাহের পর অবশেষে বাংলার আবহাওয়া (Weather Today) নিয়ে স্বস্তির খবর শোনাল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
This website uses cookies.