লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ফ্রি রেশন বন্ধের চক্রান্ত! কেন্দ্রের বিরুদ্ধে বড় পদক্ষেপ, দেশজুড়ে ধর্মঘটের ডাক ডিলারদের

Published on:

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: এবার দেশের প্রতিটি রাজ্যে রেশন ব্যবস্থা নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর অ্যাটাচ করা নিয়ে এবার রেশন ডিলারদের প্রতিবাদ এবং ধর্মঘট শুরু হওয়ার হুমকি (Ration Dealers Warn of Strike)। রেশনে গণবণ্টন ব্যবস্থা তুলে দেওয়ার দাবিতে এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে দেশের সকল রেশন ডিলার। উঠে এসেছে ওপেন মার্কেটে রেশন সামগ্রী কেনার প্রসঙ্গ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ঘটনা কী?

সূত্রের খবর গত ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া দেশের সমস্ত রাজ্যের খাদ্য সচিবের সঙ্গে রেশন সংক্রান্ত মিটিং করেন। আর সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে রেশনের সঙ্গে আধার কার্ড, মোবাইল লিঙ্কের পরে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও লিঙ্ক করতে হবে। আসলে কেন্দ্র এবং রাজ্য সরকার দুই ধরনের রেশন ব্যবস্থা প্রদান করে গ্রাহকদের। অর্থাৎ কেন্দ্রীয় সরকার দিচ্ছে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা আর রাজ্য দিচ্ছে খাদ্যসাথী প্রকল্প। তাই ফেয়ার প্রাইসের পরিবর্তে ওপেন মার্কেট সেলস স্কিমে গ্রাহককে সামগ্রী কিনতে হবে। আর তার জন্য রেশন সামগ্রী কেনার পর গ্রাহক তাঁর ভর্তুকির টাকা নিজস্ব অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অনেকটা রান্নার গ্যাসের ভর্তুকির মতো।

READ MORE:  তালিকা প্রকাশ নয়, এবার নতুন দাবি শিক্ষকদের! চাপে SSC

কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তে কিছুতেই একমত হতে চাইছেন না অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। তাঁদের অভিযোগ সরকার রেশন সিস্টেমে গণবণ্টন ব্যবস্থা তুলে দেওয়ার জন্যই নিচ্ছে এই ধরনের উদ্যোগ। আর তাই প্রথমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযোগ করতে হবে। তারপর মোবাইল নম্বরের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু কিছুতেই এই দাবি মানতে চাইছে না ডিলার্সরা। আর তাতেই এবার প্রতিবাদের পথ দেখছে তাঁরা।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ঘেরাও হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর বাসভবন

যেহেতু চণ্ডীগড়, পুদুচেরি, লক্ষাদ্বীপ এবং মহারাষ্ট্রে এপিএল গ্রাহকদের ভর্তুকি স্কিম চালু হয়েছে। আর এই স্কিম চালু হওয়ার পর সেখানে গণবণ্টন ব্যবস্থা প্রায় উঠে গেছে। আর এইভাবে সারা দেশে সেটা ধাপে ধাপে তুলে দেওয়ার চক্রান্ত চলছে এমনই অভিযোগ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের। গণবণ্টন ব্যবস্থা সেখানে উঠে গিয়েছে। তাই আগামী পয়লা এপ্রিল দিল্লিতে পার্লামেন্ট অভিযান করার ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। এছাড়াও প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযান চালানো শুরু হয়েছে। কিন্তু যদি এতে কোনো ফলাফল না মেলে তাহলে অনির্দিষ্টকালের জন্য দেশে রেশন ধর্মঘট করা হবে।

READ MORE:  IDBI Bank Disinvestment: বিক্রি হবে LIC ও কেন্দ্রের কাছে ৬১% স্টেক থাকা এই বড় ব্যাঙ্ক! | IDBI Bank Disinvestment 61 Percent To Be Sold

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.