ফ্রি JioHotstar সাবস্ক্রিপশন চান? জিও-র থেকে ৫৫১ টাকা সস্তায় দিচ্ছে এয়ারটেল

Jio এবং Airtel প্রতিটি বিভাগে সেরা প্রিপেড প্ল্যান অফার করছে। তবে জিও-র প্ল্যানগুলি এয়ারটেলের তুলনায় অধিক সাশ্রয়ী। যদিও এমন কিছু প্ল্যান রয়েছে যেখানে এয়ারটেল জিওকে কড়া প্রতিযোগিতার মুখে ফেলে। ৩৯৮ টাকার প্ল্যানটি এদের মধ্যে অন্যতম। এই প্ল্যানের মাধ্যমে Airtel তাদের গ্রাহকদের জিও হটস্টার দেখার সুবিধা দিচ্ছে। যেখানে জিও-র পোর্টফোলিওতে কেবলমাত্র একটি প্ল্যানই আছে যা জিও হটস্টার বিনামূল্যে ব্যবহার করতে দেয়। আর এই জিও প্ল্যানটি এয়ারটেলের থেকে ৫৫১ টাকা বেশি দামি, অর্থাৎ দাম ৯৪৯ টাকা।

READ MORE:  Jio Starlink: ভারতে ঝড় উঠবে ইন্টারনেট পরিষেবায়, হাত মেলাল Jio-Starlink | Mukesh Ambani, Elon Musk

তবে জিও-র প্ল্যানটি তিন মাস জিও হটস্টার দেখতে হবে। অন্যদিকে, এয়ারটেলের প্ল্যানে ২৮ দিনের জন্য জিও হটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যায়। উভয় সংস্থাই গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে দেবে। আসুন এই প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

জিও ৯৪৯ টাকা প্রিপেইড প্ল্যান

জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এই প্ল্যানে কোম্পানি ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা অফার করে। যোগ্য ব্যবহারকারীরা এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটাও পাবেন। সাথে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। জিও-র এই প্ল্যানে বিনামূল্যে জিও হটস্টার ব্যবহার করা যাবে, যার মেয়াদ তিন মাস। পাশাপাশি জিও টিভি এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

READ MORE:  ৫০ দিন বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা, বাম্পার অফার আনল রিলায়েন্স জিও

এয়ারটেলের ৩৯৮ টাকা প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা উপভোগ করা যায়। আবার এখানে আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হয়। এই প্ল্যানে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে। উপরন্তু, গ্রাহকদের আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিংয়ের সুবিধা পাবেন। এই প্ল্যানে ২৮ দিনের জন্য জিও হটস্টারের অ্যাক্সেস পাওয়া যায়।

READ MORE:  India Vs Bangladesh Free Live Streaming: বিনামূল্যে ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে চান? রইল ফ্রি চ্যানেল ও OTT-র হদিশ | ICC Champions Trophy OTT Channel

Scroll to Top