ফ্লিপকার্ট সেলে জনপ্রিয় Motorola 5G ফোন ২৫০০ টাকা ছাড়ে, রয়েছে দুর্দান্ত ক্যামেরা
দুর্দান্ত ক্যামেরা সেটআপ এবং সুপারফাস্ট চার্জিং সহ নতুন ফোন নিতে চাইলে, Motorola Edge 50 Pro 5G আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। আর ফ্লিপকার্টের মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেলে এই ফোনটি সেরা অফারের সাথে কেনা যাচ্ছে। এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম সেলে রাখা হয়েছে ২৯,৯৯৯ টাকা। আবার ব্যাঙ্ক অফারে আরও ২,৫০০ টাকা ছাড়ে এটি কেনা যাবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৫ শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারে আপনি এই স্মার্টফোনের দাম আরও কমাতে পারেন। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার ডিভাইসের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর। উল্লেখ্য, ফ্লিপকার্টের মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেল চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
মোটোরোলা এজ ৫০ প্রো ৫জি ডিভাইসে আছে ২৭১২ x ১২২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭ ইঞ্চি 1.5K pOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল ২০০০ নিটস। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন। ফোনে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট।
ফটোগ্রাফির জন্য এতে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ১৩ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২৫ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
মোটোরোলা এজ ৫০ প্রো ৫জি স্মার্টফোনটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ এসেছে। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমস পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৬ই মার্চ, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন কাটবে আজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিটা মন্দিরেই বিগ্রহের পাশাপাশি মন্দিরে মন্দিরে প্রণামী বাক্স থাকে। কিন্তু দর্শনার্থী, ভক্তেরা…
আপনি যদি জিও ব্যবহারকারী হন এবং একটি সাশ্রয়ী মূল্যের পরিকল্পনার সন্ধানে থাকেন, তাহলে একটি দুর্দান্ত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
This website uses cookies.