লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বইমেলায় ঘুরতে গিয়ে স্মার্টফোন, মানি ব্যাগ হারিয়ে গেছে? জানুন ফিরে পাওয়ার উপায়

Updated on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বই মেলায় (Kolkata Book Fair) ঘুরতে এসে খোয়া গেছে গাঁটের কড়ি! মেলার ভিড়ে নাকি বাস থেকে নামার আগে পকেট থেকে উধাও হয়েছে পার্স, তা ভেবে কূলকিনারা খুঁজে পান না অসহায় দর্শক। অগত্যা বুকের বাঁদিকে চিনচিনে ব্যথাটা ধরে রেখেই খালি পকেটে কোনও মতে ছাড়তে হয় মেলার ময়দান।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

বিভিন্ন স্টল ঘুরে দেখে পছন্দের বই কেনা তখন এক প্রকার স্বপ্ন হয়ে দাঁড়ায়। কলকাতায় চলতি ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে ঘুরতে গেলে একই পরিস্থিতি হতে পারে আপনারও। তখন কোন পথে হাঁটবেন? কী করবেন? উত্তর খুঁজেছে India Hood। সেই সাথে থাকছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা সম্পর্কিত একাধিক সমগোত্রীয় প্রশ্নের উত্তর।

READ MORE:  Weather Update: দক্ষিণবঙ্গে ফের কমবে পারদ, কী হবে কলকাতায়? ফের বদলাল আবহাওয়ার মুড | Temperature Will Drop In Next Few Days In West Bengal

মেলায় ঘুরতে গিয়ে শখের স্মার্টফোন বা পার্স হারিয়ে গেলে কী করবেন?

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে 48তম কলকাতা আন্তর্জাতিক বই মেলা। অন্যান্য বছরের মতো এ বছরও দেশ-বিদেশের স্টলগুলি ঘুরে দেখে পছন্দের বই হাতে তুলে নিতে ভিড় জমিয়েছেন শহরবাসী। যেহেতু মেলা শেষ হতে এখনও বেশি কিছুটা দেরি, তাই গৃহস্থলী কিংবা অফিসের কাজ সামলে নিয়ে বইমেলায় যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন অনেকেই। তবে মেলার মাঠে পা দেওয়ার আগে জেনে নিন আচমকা মোবাইল ফোন বা মানি পার্স খোয়া গেলে ঠিক কী করণীয় সে বিষয়ে।

পড়তে ভুলবেন না: মাত্র ১০০০ টাকায় শিলিগুড়ি থেকে গ্যাংটক, নয়া ক্যাব পরিষেবা চালু করল রাজ্য সরকার

বইমেলায় টাকার ব্যাগ হারিয়ে যাওয়ার ঘটনা অহরহ ঘটে। বহুবার কলকাতা আন্তর্জাতিক বুক ফেয়ারের ব্যস্ততার মাঝে অনেকেই নিজের শখের হাত ফোনটিও খুইয়েছেন। একই ঘটনা আপনার সাথে ঘটলে কী করবেন? মেলায় ঘুরতে ঘুরতে যদি দেখেন স্মার্টফোন কিংবা টাকার ব্যাক খোয়া গেছে সেক্ষেত্রে তড়িঘড়ি মেলার মাঠে টহল দেওয়া পুলিশকে ঘটনাটি জানান। মেলার মাঠের বিভিন্ন কোণায় পুলিশ ক্যাম্প রয়েছে। এছাড়াও তৎক্ষণাৎ গিল্ড অফিসের সামনে এসে ফোন খোয়া গেছে উল্লেখ করে অ্যানাউন্স করার কথা জানাতে হবে।

READ MORE:  রাস্তায় নামাজ পড়লে বাতিল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স! ইদে যোগীর পুলিশের ফতোয়া

শনি-রবিবার অতিরিক্ত সময়ের জন্য খোলা থাকবে বই মেলা

অফিসের কাজ সামলে অনেকেই কলকাতা আন্তর্জাতিক বুক ফেয়ারে যেতে পারছেন না। তাই অফিস কর্মীদের কথা মাথায় রেখে শনিবার ও রবিবার এই দুইদিন বইমেলা রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য দিনে বইমেলা খোলা থাকবে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। তবে শনি অথবা রবিবার বই মেলায় গিয়ে ভিড়ের কবলে পড়তে না চাইলে হাতে অতিরিক্ত 1-2 ঘন্টা বেশি সময় নিয়ে যাবেন। উল্লেখ্য, আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বুক ফেয়ার।

READ MORE:  Weather Update: অপেক্ষার আর একদিন, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে বড় আপডেট! আগামীকালের আবহাওয়া | Heat Wave Warning Alert In Some Districts

বইমেলায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ

মেলায় আগত অনেকেরই ধূমপানের অভ্যেস রয়েছে। সেক্ষেত্রে বলে রাখি, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এই অভ্যাস সম্পূর্ণ নিষিদ্ধ। যেহেতু চারিদিকে বই ও দ্রাহ্য বস্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই ভয়াবহ দুর্ঘটনায় আশঙ্কাকে মাথায় রেখেই বই মেলায় ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ বিষয়ে মেলা প্রাঙ্গন জুড়ে মাইকিং ও পোস্টারের মাধ্যমে সতর্কীকরণ করা হচ্ছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.