সহেলি মিত্র, কলকাতা: ভয়ানক আগুনের গ্রাসে কলকাতার এক হোটেল। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। জানা। গিয়েছে, মঙ্গলবার রাতে কলকাতার মেছুয়া পট্টি এলাকায় একটি হোটেলে আগুন লেগেছে। এই দুর্ঘটনায় এখনো অবধি ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং অনেকেই আহত হয়েছেন। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনার খবর পাওয়ার পরপরই দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, রাত ৮.১৫ নাগাদ বড়বাজার এলাকার ঋতুরাজ হোটেল প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
শহরের নামী হোটেলে বিধ্বংসী আগুন
ঘটনা প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা বলেন, ‘রাত ৮:১৫ নাগাদ ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এখনও অবধি ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উদ্ধার অভিযান এখনও চলছে। আরও তদন্ত চলছে। তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।’ তিনি বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে অনুমান, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।
খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী
স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে ঘটনার তথ্য নেন এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে কমিশনার মনোজ ভার্মার সাথে ঘটনাস্থল পরিদর্শন করতে বলেন।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এদিকে প্রত্যক্ষদর্শীদের মতে, হোটেলে আগুন এতটাই ভয়াবহ ছিল যে, মানুষ প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ে। তবে, এই সময়ে ফায়ার ব্রিগেড দলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঘটনাস্থলে পৌঁছে অনেক মানুষকে বাঁচিয়েছে দমকল। যদিও এহেন ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।
একনজরে মৃতদের তালিকা
মেডিক্যাল কলেজ ৪
১) এস মুত্থু কৃষ্ণন (৬১)
২) ৩ জন অজ্ঞাত ( ৪৫/৫১/৫৫)
এন আর এস
১) দীপ্তেন্দ্র রাম (৪৬)
২) রাউত (৩ বছর ৮ মাস)
৩) দিয়া (৮ বছর)
৪) প্রণয় (১৩)
৫) আরাধ্যা আগরওয়াল (২২)
আর জি কর
১) রাজেশ সন্তকার (৬১)
২) নীরজ কুমার (২০)
তিনজনের পরিচয় মেলেনি।
পুরুষ অজ্ঞাত ৫৬
পুরুষ অজ্ঞাত ৩৪
পুরুষ অজ্ঞাত