বড় আপডেট! নিয়ম শিথিল করল IRCTC, কাউন্টার টিকিট বাতিল করা যাবে অনলাইনে

যাত্রীদের সুবিধার্থে কাউন্টার টিকিট অনলাইনে বাতিল করার সুবিধা আনল IRCTC। রেলের এই বিভাগের তরফে নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে, বেশিরভাগ মানুষ ট্রেনের টিকিট বুক করেন IRCTC এর মাধ্যমেই। আপনি যদি এই সংস্থার অ্যাপ বা ওয়েবসাইট থেকে বুক করা টিকিট বাতিল করতে চান, তাহলে খুব সহজে তা করা যাবে এবং রিফান্ড পাওয়া যাবে।

কিন্তু, অনেকেই জানেন না, PRS কাউন্টার থেকে কাটা টিকিটও বাতিল করা যাবে অনলাইনে IRCTC এর মাধ্যমে। চলুন ধাপে ধাপে সেই পদ্ধতি জেনে নেওয়া যাক।

READ MORE:  IRCTC AskDisha Chatbot: IRCTC এর দুর্দান্ত AI টুল, মুখে বলেই সহজে বুক করুন ট্রেন টিকিট, জানুন কীভাবে

কাউন্টার টিকিট অনলাইনে বাতিল করার পদ্ধতি

PRS কাউন্টারে কেনা অফলাইন টিকিট বাতিল করতে, প্রথমে IRCTC ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে, “Cancel Ticket” লেবেলযুক্ত অপশনটি সন্ধান করুন। এটি সিলেক্ট করার পরে, আপনি কাউন্টার টিকিট বাতিল করার অপশন পাবেন।

( এই ওয়েবসাইটে আপনার কাউন্টার টিকিট থেকে PNR নম্বর এবং ট্রেন নম্বর, নিরাপত্তা ক্যাপচা দিতে হবে।

READ MORE:  IRCTC Thailand Tour: কম খরচে বিদেশ ভ্রমণ, একদম সস্তায় থাইল্যান্ড নিয়ে যাচ্ছে IRCTC | Indian Railway Catering And Tourism Corporation Thailand Tour Package

তারপর আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি OTP (এককালীন পাসওয়ার্ড) পাঠানো হবে। আপনার টিকিট বাতিল করতে এই OTP দিতে হবে।

মনে রাখতে হবে যে, কাউন্টার টিকিট কেনার সময় আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে OTP পাঠানো হবে।

এবার স্ক্রিনে একটি ডায়ালগ বক্স দেখতে পাবেন। নিশ্চিত করার পর, যাত্রীদের বিবরণ প্রদর্শিত হবে। সাবমিট বাটনে ট্যাপ করলে, আপনার পিআরএস কাউন্টার টিকিট সফলভাবে বাতিল হয়ে যাবে।

READ MORE:  OLA লঞ্চ করল শক্তিশালী ইলেকট্রিক বাইক ‘রোডস্টার এক্স’, দাম শুরু মাত্র ৭৪,৯৯৯ থেকে

রিফান্ড কীভাবে পাবেন?

পিআরএস কাউন্টার থেকে কেনা টিকিটের টাকা ফেরত পেতে, নিকটতম পিআরএস কাউন্টারে যেতে হবে। কাউন্টারে বাতিল টিকিট জমা দেওয়ার পরেই আপনি আপনার টাকা ফেরত পাবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top