লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বড় ডিসপ্লের বাজেট ট্যাবলেট আনল Lenovo, দুর্দান্ত সাউন্ডের জন্য রয়েছে ডলবি স্পিকার | Lenovo Tab K10 Gen Tablet Launched in India

Published on:

Lenovo Tab K10 Gen 2 গ্লোবাল মার্কেটের পর এবার ভারতেও লঞ্চ হল। এই নতুন ট্যাবলেট WiFi-অনলি ও WiFi + 4G উভয় ভেরিয়েন্টে উপলব্ধ হবে। ট্যাব সাধারণত কল করার জন্য খুব একটা ব্যবহার হয় না, তাই বেস মডেলটির চাহিদা বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। Lenovo Tab K10 Gen 2 ট্যাবের ভারতীয় ভেরিয়েন্টে গ্লোবাল মডেলের স্পেসিফিকেশনগুলির প্রতিফলন লক্ষ্য করা যায়। চলুন দেখে নিই লেনোভোর এই ডিভাইস ক্রেতাদের চাহিদা কতটা পূরণ করবে।

READ MORE:  Lenovo Yoga Solar AI Laptop: যুগান্তকারী প্রযুক্তি Lenovo-র, চলে এল বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত AI ল্যাপটপ | Lenovo Yoga Solar Personal Computer

Lenovo Tab K10 Gen 2: ফিচার্স ও স্পেসিফিকেশন

লেনোভো ট্যাব কে১০ জেন ২ ট্যাবলেটে একটি ১০.১ ইঞ্চি টিএফটি ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি প্লাস (১৯২০x১০৮০ পিক্সেল) রেজোলিউশন, ৪০০ নিট পিক ব্রাইটনেস, ১০ পয়েন্ট টাচ সাপোর্ট, এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ট্যাবটি মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট এবং আর্ম মালি জি৬২ জিপিইউ দ্বারা চালিত। এতে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে।

READ MORE:  সুপার ফাস্ট প্রসেসর সহ ১১ তম প্রজন্মের iPad ও iPad Air 2025 লঞ্চ করল অ্যাপল | Apple iPad 11th Gen iPad AIr (2025) Launched in India

লেনোভো ট্যাবটির স্টোরেজ মাইক্রোএসডির মাধ্যমে ১ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে বলে জানিয়েছে। এতে অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ইনস্টলড থাকছে। ছবি তোলার জন্য পিছনে ৮ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিয়ো কল করার জন্য সামনের দিকে ৫ মেগাপিক্সেলের একটি ক্যামেরা উপলব্ধ। ডলমি এটনোস টিউনড ডুয়াল স্পিকার দুর্দন্ত আওয়াজ সরবরাহ করবে।

Lenovo Tab K10 Gen 2-এর ব্যাটারির ক্ষমতা ৫,১০০ এমএএইচ রাখা হয়েছে। এটি ২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। ৪২৫ গ্রাম ওজনের এই ট্যাবলেট ৭.৫ মিমি পুরু (ক্যামেরা বাম্প ধরলে ৯.৪ মিমি)। লুনা গ্রে নামে একটাই কালার অপশন আছে। সেন্সরগুলির মধ্যে রয়েছে অ্যাক্সিলোমিটার, হল সেন্সর এবং ভার্চুয়াল লাইট সেন্সর। ভারতে ট্যাবটির দাম এখনও প্রকাশ হয়নি, তবে বর্তমানে ইংল্যান্ডে ১৪০ পাউন্ডে বিক্রি হচ্ছে৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৫,৪০০ টাকা।

READ MORE:  Lenovo Idea Pad Pro: লেনোভোর দুর্ধর্ষ ট্যাব লঞ্চ হল, রয়েছে JBL স্পিকার, 12.7 ইঞ্চি ডিসপ্লে, ও 10,200mAh ব্যাটারি | Lenovo Idea Pad Pro Launched in India

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.