বড় পরীক্ষায় সফল, চালু হচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা! কবে উদ্বোধন?
বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই চালু হতে পারে গ্রীন লাইন মেট্রো(Sector V Metro)! সূত্রের খবর, হাওড়া ময়দান থেকে একেবারে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে চলবে মেট্রোর রেকগুলি। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত 2.4 কিলোমিটারের দীর্ঘ সুড়ঙ্গে অগ্নি নির্বাপক ব্যবস্থা একেবারে যথাযথ কিনা সে বিষয়ে খতিয়ে দেখার পর রাজ্য দমকল বিভাগের শংসাপত্র পেয়ে গিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
আপাতত কমিশনার অফ রেলওয়ে সেফটির প্রতিনিধিরা পরীক্ষায় আসার পরই নির্ধারিত হবে পরবর্তী পথ চলা। তবে ঠিক কবে নাগাদ ময়দান-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালু হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট আভাস দেয়নি কলকাতা মেট্রো। যদিও জল্পনা ছিল পহেলা বৈশাখেই চালু হতে পারে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা। তবে সেই সম্ভাবনায় আপাতত দাড়ি টেনেছেন মেট্রো কর্মীরা।
আগেই জানানো হয়েছে, কলকাতা মেট্রোর তরফে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যথাযথ কিনা তা খতিয়ে দেখার পরই দমকল বিভাগের কাছে থেকে ছাড়পত্র নিয়ে এসেছে কলকাতা মেট্রোর কর্তারা। মেট্রোর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রাজ্য দমকল বিভাগের বেশ কয়েকজন অফিসারদের উপস্থিতিতে ফায়ার টেস্ট চলেছিল।
তাতে সবুজ সংকেত পাওয়ার পরেই শংসাপত্র দেয় দমকল বিভাগ। নিয়ম অনুযায়ী, ফায়ার টেস্ট পাশ করার পর তার রিপোর্ট হাতে নিয়েই সিআরএসকে পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাতে হয়। তবে মাঝে পহেলা বৈশাখ ও রবিবার থাকায় আপাতত রেলওয়ে সেফটির প্রতিনিধিদের আসতে বেশ কিছুটা সময় লাগবে।
অবশ্যই পড়ুন: দুই প্লেয়ারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, লজ্জা বাড়ল KKR-র
কলকাতা মেট্রোর একটি সূত্র মারফত যা খবর, বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে রেলের একাধিক প্রকল্পের কাজ চলছে। আর সেজন্যই সেই সব কাজের ফাঁকে কলকাতায় এসে মেট্রো পরিদর্শনের কাজ সারতে পারছেন না সিআরএসের কর্মীরা। মনে করা হচ্ছে, সমস্ত কাজ মিটিয়ে কলকাতায় আসতে আসতে বেশ কিছুটা সময় লেগে যাবে। তবে সূত্র বলছে, রেলওয়ে সেফটির প্রতিনিধিদের পরিদর্শনের পর ফল ইতিবাচক হলে দ্রুত শুরু হয়ে যাবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা।
বাজারে এখন কম বাজেটের মধ্যে উন্নত ফিচারের ফোন পাওয়া অসম্ভব বলেই মনে হয়। তবে itel…
ভারতের কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও ডিজিটাল করতে কেন্দ্রীয় সরকার প্যান (PAN) এবং আধার (Aadhaar)…
ভারতের অটোমোবাইল শিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান টাটা মোটরস এবার ইলেকট্রিক টু-হুইলার বাজারে প্রবেশ করতে চলেছে।…
সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি একজন কেন্দ্রীয় সরকারি কর্মী (Government Employee)? তাহলে আজকের এই প্রতিবেদনটি…
ভিভো শীঘ্রই ভারতে তাদের নতুন বাজেট রেঞ্জের 5G স্মার্টফোন Vivo Y19 5G লঞ্চ করতে চলেছে।…
সহেলি মিত্র, কলকাতা: বাংলা-সিকিম রেল প্রকল্প (Bengal Sikkim Rail Project) নিয়ে প্রকাশ্যে এল বিরাট আপডেট।…
This website uses cookies.