Samsung Galaxy A55 5G ফোন ব্যবহারকারীদের জন্য অবশেষে One UI 7.0 বিটা পোগ্রাম রোল আউট করা হল। ফলে ব্যবহারকারীরা নতুন Android 15 অপারেটিং সিস্টেমের স্বাদ নিতে পারবেন। গত মার্চেই দক্ষিণ কোরিয়ার সংস্থাটি নিশ্চিত করেছিল যে তারা এই ডিভাইসের জন্য শীঘ্রই One UI 7.0 এর বিটা ভার্সনের ঘোষণা করবে। সেই মতো এখন নতুন আপডেট চলে এল। এই আপডেট ইনস্টল করলে নতুন ফিচার ও ফ্রেশ ডিজাইন পাওয়া যাবে।
Samsung Galaxy A55 5G স্মার্টফোনে এল One UI 7.0 বিটা আপডেট
আপাতত দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ওয়ান ইউআই ৭.০ বিটা আপডেট আনা হয়েছে। এরজন্য ব্যবহারকারীদের স্যামসাং মেম্বার অ্যাপে লগইন করতে হবে। এক্ষেত্রে নিজের স্যামসাং আইডি ব্যবহার করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ওয়ান ইউআই ৭.০ বিটা পোগ্রাম’ লেখার উপর ক্লিক করে নিজেদের রেজিস্টার্ড করতে হবে।
রেজিস্ট্রেশনের পর স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি ব্যবহারকারীদের ফোনের সেটিংস > সফটওয়্যার আপডেট > ডাউনলোড এন্ড ইনস্টল অপশনে গিয়ে নতুন আপডেট ইনস্টল করতে হবে।
আশা করা যায়, দক্ষিণ কোরিয়ার পর ভারত, ব্রিটেন ও আমেরিকার Samsung Galaxy A55 5G ব্যবহারকারীও শীঘ্রই আপডেটটি পাবে। জানিয়ে রাখি Galaxy S23 সিরিজ সহ স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ইতিমধ্যেই এই আপডেট চলে এসেছে। এবার মিড রেঞ্জ ডিভাইসগুলিতেও আপডেট আসতে শুরু করেছে। আশা করা যায়, বিটার পর স্টেবল ভার্সনও কয়েক সপ্তাহের মধ্যে চলে আসবে।