লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বড় স্ক্রিনের সেরা স্মার্ট এলইডি টিভি, ১৫ হাজার টাকার কমে কিনুন

Published on:

আপনি যদি কম দামে নতুন TV কিনতে চান, তাহলে অ্যামাজনে আপনার জন্য তিনটি দুর্দান্ত ডিল পাওয়া যাচ্ছে। এই টিভি তিনটি ১৫ হাজার টাকার কম দামে কেনা যাবে। এর মধ্যে সবচেয়ে সস্তা টিভির দাম মাত্র ১০,৪৯৯ টাকা। ক্যাশব্যাক সহ কেনা যাবে টিভিগুলি। এদের সঙ্গে মোটা অঙ্কের এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। আর ফিচারের কথা বললে, এই টিভিগুলি ডলবি সাউন্ড, অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট সহ বিভিন্ন সুবিধা দেবে।

TCL 32 inches Metallic Bezel-Less S Series Full HD Smart LED Google TV

অ্যামাজনে এই টিসিএল এলইডি গুগল টিভির দাম ১২,৪৯০ টাকা। এর সাথে ৫০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সাথে ৩৭৫ টাকা ক্যাশব্যাকও পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারে ২,৩৮০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হবে। ফিচারের কথা বললে, এই টিভিতে ১.৫ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ আছে। এর ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সাউন্ডের জন্য এই টিভিতে আছে ২৪ ওয়াট আউটপুট সহ ডলবি অডিও সাপোর্ট।

READ MORE:  হোলি উপলক্ষে Samsung এর ধামাকা সেলে, বিনামূল্যে জিতুন স্মার্ট টিভি থেকে সাউন্ডবার

Xiaomi Smart TV A 32 inches HD Ready Smart Google LED TV

এই Xiaomi TV অ্যামাজনে ১২,৪৯০ টাকায় তালিকাভুক্ত আছে। এর সাথে ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সাথে ক্রেতারা ৩৭৫ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ২,৮৩০ পর্যন্ত ছাড় মিলবে। ফিচারের দিক থেকে, এই টিভিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে। শাওমির এই টিভিতে আপনি পাবেন ডলবি অডিও এবং ডিটিএস ভার্চুয়াল: এক্স, যার সাউন্ড আউটপুট ২০ ওয়াট।

READ MORE:  PM Awas Yojona App: আধার কার্ডের মাধ্যমে হবে আবেদন, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য এল AwaasPlus অ্যাপ | Pm awas yojona AwaasPlus app launch for online application

Acer 32 inches I Pro Series HD Ready Smart LED Google TV

অ্যামাজন ডিলে এসার গুগল টিভি ১০,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফারে এর সাথে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। আবার ৩১৫ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও রয়েছে। এক্সচেঞ্জ অফারে ২,৮৩০ টাকা পর্যন্ত লাভ ওঠানো যাবে। ফিচারের কথা বললে, এই টিভিতে ১.৫ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এর ডিসপ্লে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডলবি অডিও সাপোর্ট সহ এতে ৩০ ওয়াট সাউন্ড আউটপুট পাওয়া যাবে।

READ MORE:  একটা স্মার্টফোনের দামেই Royal Enfield Classic কেনা সম্ভব, এই স্কিম জানেন তো?

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.