বদলে গেল পুরনো নিয়ম, এই ডকুমেন্ট ছাড়া আর বানাতে পারবেন না পাসপোর্ট

পাসপোর্টে নিয়মে এবার বড়সড় বদল আনল কেন্দ্র সরকার। এবার থেকে নতুন নিয়ম অনুযায়ী জন্মের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, পাসপোর্টের জন্য আবেদন করতে হলে জন্মের প্রমাণপত্র হিসেবে শুধুমাত্র মিউনিসিপাল অথোরিটির দেওয়া জন্ম শংসাপত্রই গ্রহণযোগ্য হবে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই বিষয়ে ইতিমধ্যেই নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে?

সূত্রের খবর অনুযায়ী, ১৯৮০ সালের পাসপোর্ট আইন সংশোধন করে এই নতুন নিয়ম চালু করা হচ্ছে। সংশোধিত নিয়ম ২০২৫ সালের পাসপোর্ট নিয়মাবলী অধীনে কার্যকর করা হবে। এই নতুন নিয়ম অনুযায়ী, ২০২৩ সালের ১লা অক্টোবরের পরে জন্ম নেওয়া সমস্ত নাগরিকদের পাসপোর্টের আবেদন করার জন্য জন্ম শংসাপত্র জমা দিতে হবে। 

READ MORE:  NBCFDM Recruitment 2025: উচ্চ মাধ্যমিক পাসে পশ্চিমবঙ্গে ৯৮৫০ শূন্যপদে বিভিন্ন পদে নিয়োগ, কীভাবে আবেদন? | West Bengal Recruitment

রেজিস্টার অফ বার্থ এন্ড ডেথ অথবা মিউনিসিপাল কর্পোরেশন বা অন্য যে কোন স্বীকৃত কর্তৃপক্ষের দ্বারা ইস্যু করার জন্ম সার্টিফিকেটই হবে বৈধ প্রমাণপত্র।

কাদের জন্য প্রযোজ্য নতুন নিয়ম?

১লা অক্টোবর, ২০২৩-এর পরে যে সমস্ত ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই নিয়ম কার্যকর করা হচ্ছে। পাসপোর্টের জন্য আবেদন করার সময় শুধুমাত্র জন্ম সার্টিফিকেট গ্রহণ করা হবে।

READ MORE:  Govt Employees Allowance: DA নয়, তবে মাসের শুরুতেই সুখবর, ২৫% বাড়ল ভাতা! কর্মীদের সুখবর দিল সরকার | Child Education Allowance Hiked By 25% Announced By Haryana Government

তবে ২০২৩ সালের অক্টোবরের আগে যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের জন্যে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। তারা জন্মের প্রমাণপত্র হিসাবে স্কুল ট্রান্সফার সার্টিফিকেট, প্যান কার্ড, সরকারি কর্মীদের সার্ভিস রেকর্ডের কপি, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স জমা দিতে পারে।

কেন এই পরিবর্তন?

কেন্দ্রীয় সরকার মনে করছে, জন্ম শংসাপত্র বাধ্যতামূলক করার ফলে জালিয়াতি রোধ হবে এবং নাগরিকদের সঠিক তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। আগে বিভিন্ন ডকুমেন্টকে জন্মে প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হলেও এবার থেকে শুধুমাত্র একটি নির্দিষ্ট ডকুমেন্টকেই জন্ম প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে।

READ MORE:  Pension: শীঘ্রই বাড়ছে পেনশন, এবার অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এল বিরাট আপডেট | Soon Provident Fund Pension Money Will Rise

যদি আপনার জন্ম ১লা অক্টোবর, ২০২৩-এর পরে হয়ে থাকে এবং ভবিষ্যতে পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাহলে এখন থেকে জন্ম সার্টিফিকেট সংগ্রহ করে রাখুন। তবে যাদের জন্ম ১লা অক্টোবর, ২০২৩-এর আগে তারা বিকল্প নথিগুলি প্রস্তুত করে রাখলেই আবেদন করতে পারবে।

Scroll to Top