লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বদলে যাবে দিঘার পরিচয়? জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে আভাস দিলেন মুখ্যমন্ত্রী

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে বহু বছরের প্রতীক্ষা শেষ হতে চলেছে। বাকি আর কয়েকটা দিন। তারপরেই বাঙালির প্রিয় সৈকত শহর দিঘা হয়ে উঠতে চলেছে শ্রীক্ষেত্র। কারণ আগামী ৩০ এপ্রিল, বুধবার, অক্ষয় তৃতীয়ার দিন পুণ্য তিথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে উদ্বোধন হবে জগন্নাথধামের। তার জন্য বেশ উত্তেজিত পর্যটকেরা। তাই জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর তা খতিয়ে দেখতে আজ দুপুরে দিঘায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

দিঘায় পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিঘায় জগন্নাথ দেবের মন্দির এর শেষ প্রস্তুতি দেখতে আজ অর্থাৎ সোমবার দুপুরেই দিঘা পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের তিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। এছাড়াও সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। এদিন কপ্টার থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আধ্যাত্মিকতার টানে দিঘার পর্যটনে আরও বিকাশ ঘটবে। শুধু বেড়াতে নয়, এবার থেকে পুণ্যার্থীরাও ভিড় করবেন দিঘায়। এখানকার পর্যটন শিল্প বৃদ্ধি নিয়েও একাধিক সংকেত এবং আশা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

READ MORE:  গরমের ছুটিতে ঘোরার প্ল্যান, অথচ ট্রেন হাউস ফুল! এই ৩ ট্রিকেই মিলবে কনফার্ম টিকিট

সম্প্রীতির বার্তা মমতার

এদিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে দিঘার উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের সামনে সকল রাজ্যবাসীর উদ্দেশে শান্তি, সম্প্রীতির বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘জগন্নাথধামে যাচ্ছি। সবাই নিজেদের মধ্যে ঐক্য-সম্প্রীতি-শান্তি বজায় রেখো। ভালো থেকো।’’ এবং দিঘায় তাঁর কপ্টার অবতরণ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ”এই সমুদ্রের পাড়েই শ্রীচৈতন্যদেব জগন্নাথদেবের প্রেমে লীন হয়ে গিয়েছিলেন। সেই ইতিহাস আমাদের বাংলারই। সমুদ্রের তীরে তাই জগন্নাথ মন্দিরের অবস্থান। এখানে এবার একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। তার টানে শত শত ভক্ত এখানে আসবেন বলে আমরা মনে করছি।”


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

জানা গিয়েছে দিঘায় মন্দির উদ্বোধনের আগে এক সপ্তাহ ধরে যজ্ঞ চলছে। এদিন সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আগামী বুধবার দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে মন্দিরের দ্বারোদঘাটন হবে। তারপর সকলে দেবতার দর্শন করতে পারবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ওল্ড ও নিউ দিঘায় ভিড় নিয়ন্ত্রণে নিয়ে জোর কদমে ময়দানে নেমেছে প্রশাসন। তদারকির দায়িত্বে ইতিমধ্যে রয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। তবে আজ থেকে নিজে হাতে পুরো বিষয়টির তদারকি করবেন মুখ্যমন্ত্রীও।

READ MORE:  মাত্র ৩০ টাকায় দীঘা! লোকাল ট্রেন পরিষেবা চালু দক্ষিণ পূর্ব রেলের, জানুন সময়সূচী

উল্লেখ্য দিঘার মন্দিরের উদ্বোধন নিয়ে ইতিমধ্যে ‘নয়নপথগামী জয় জগন্নাথ স্বামী’ গান লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি তিনি যে শুধু লিখেছেন তা নয়, তার সঙ্গে তিনি এই গানটির জন্য সুরও দিয়েছেন। আর এই গানটি গেয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও আশপাশের জেলা থেকেও পুলিশকর্মীদের আনা হয়েছে। আজ থেকেই মন্দির সংলগ্ন জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

READ MORE:  হাওড়ার বিকল্প হিসেবে সাঁতরাগাছি স্টেশনকে সাজাচ্ছে রেল? প্রায় শেষের দিকে কাজ

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.