বদলে যাবে সময়? ভারতে চালু হচ্ছে ‘ওয়ান নেশন ওয়ান টাইম’, জানুন কী কী সুবিধা মিলবে
পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রযুক্তির দিক থেকে একেরপর এক উন্নতি করে চলেছে ভারত। ইতিমধ্যেই মহাকাশে একাধিক স্যাটেলাইট পাঠানো হয়েছে চালু করা হয়েছে দেশের নিজস্ব জিপিএস সিস্টেম। এরই মাঝে জানা গেল চালু হয়ে গেল ‘ওয়ান নেশন ওয়ান টাইম’ (One Nation One Time)। তবে কি নতুন করে সময়ের পরিমাপ চালু হবে? না, সময় যেমন দেখা হয় তেমনই দেখা যাবে। তবে এবার প্রতিটা মানুষ উপকৃত হবেন এই ওয়ান নেশন ওয়ান টাইমের জেরে। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।
আসলে আমরা যে সকল ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করি যেমন স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ ইত্যাদি অর্থাৎ যেখানে ঘড়ি দেখা যায় তার সবটাই চলে জিপিএস স্যাটেলাইট টাইম অনুযায়ী। তবে এবার দেশের জিন্সটা জিপিএস এর এতে স্যাটেলাইট সংযুক্তিকরণ করা হয়েছে। ফলে অটোমেটিকভাবেই টাইম আপডেট হয়ে যাবে। আর ভারতের সময়ের উপর শুধুমাত্র ভারতেরই কন্ট্রোল থাকবে।
ভারত সরকারের মতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গোটাদেশে লাগু করতে হবে। এই মর্মে একটি খসড়া ‘ওয়ান নেশন ওয়ান টাইম’ তৈরি করা হয়েছে। যেটা ভারতকে আত্মনির্ভর করে তুলবে। ইতিমধ্যেই দেশের বড় শহর যেমন বেঙ্গালুরু, আহমেদাবাদ, ভুবনেশ্বর ও গুয়াহাটিতে চালু হয়ে গিয়েছে এই ব্যবস্থা। অর্থাৎ ইন্টারনেট কানেকশন না থাকলেও স্মার্টফোন বা ল্যাপটপের টাইমের কোনো পরিবর্তন হবে না। একেবারে সঠিক সময় দেখাবে সবাই।
সেই কার্গিলের যুদ্ধের সময় থেকেই স্যাটেলাইট নিয়ে কাজ শুরু হয় ভারতে। শুত্রুরা কোথায় ঘাপটি মেরে লুকিয়ে সেটা জানতেই প্রথম স্যাটেলাইট ব্যবহার করা হয়েছিল। তবে সেসব এখন কয়েক দশক পুরোনো। এই সময়ের মধ্যে জিপিএস প্রায় সমস্ত জিনিসের সাথে যুক্ত হয়ে গিয়েছে। যার ফল স্বরূপ ঘড়িতে দেখানো সময় অটোমেটিক ঠিক সময়ই দেখাবে। এই ধরণের ঘড়ি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে টেলিকমিউনিকেশন, ব্যাঙ্কিং, ডিফেন্স সমস্ত ক্ষেত্রে অনেক সাহায্য করবে।
আরও পড়ুনঃ চাপ পড়তেই বাপ বাপ! নয়া নিয়ম আসতেই একধাক্কায় রিচার্জের দাম কমাল Airtel-Jio
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথামত সমস্ত দিক থেকেই আত্মনির্ভর হতে চাইছে ভারতবর্ষ। তাই টেকনোলজির দিক থেকেও বাকিদেশের উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তি আনার কাজ শুরু হয়েছে। তাছাড়া সম্প্রতি চিনের AI মডেল ডিপসিক চারিদিকে ভাইরাল হওয়া পর আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের নিজস্ব AI মডেল তৈররি কথাও ঘোষণা করেছেন।
সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ তারপরেই বাংলাজুড়ে ধেয়ে আসছে শিলাবৃষ্টি সঙ্গে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক বছর আগে পেগাসাস (Pegasus) সফ্টওয়্যারের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার গুজরাতের বিপক্ষে আগুন ঝরিয়েছেন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।…
Business Idea: গাছের প্রতি ভালবাসা থেকে শুরু, আর সেই ভালোবাসাকেই পুঁজি করে এবার আত্মনির্ভর হয়েছে…
যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং সরকারি রেশনের সুবিধা পেতে চান, তাদের জন্য এক গুরুত্বপূর্ণ…
মাহিন্দ্রা XUV700 ভারতীয় SUV বাজারে একটি উল্লেখযোগ্য সংযোজন। এর আধুনিক ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত…
This website uses cookies.