বদ্রীনাথে বিরাট প্রাকৃতিক বিপর্যয়! ভয়ঙ্কর তুষারধসে চাপা পড়ে আটকে ৫৭ শ্রমিক
ফের একবার রুষ্ট হয়েছে প্রকৃতি। আর এবার বিপর্যয়ের মুখে বদ্রীনাথ (Badrinath) । এই প্রবল তুষার ধসে আটকে ৫০ জনেরও বেশি শ্রমিক। জানা গেছে, চামোলি থেকে বদ্রীনাথ যাওয়ার পথে এই বিরাট প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে।
এই তুষারধসে চাপা পড়েছিলেন ৫৭ জন শ্রমিক। কার্যত সঙ্গে সঙ্গেই শুরু হয় উদ্ধার কাজ। কিন্তু তা সত্ত্বেও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে ভীষণ রকম বেগ পেতে হয় উদ্ধারকারীদের। এই প্রাকৃতিক বিপর্যয়টি ঘটেছে উত্তরাখণ্ডের চামোলি জেলায় মানা গ্রামের কাছে।
এই তুষারধসে চাপা পড়ে গিয়েছিলেন ৫৭ জন শ্রমিক। তার মধ্যে অবশ্য ১০ জনকে বার করা সম্ভব হয়। কিন্তু বাকিরা আটকে রয়েছেন। উল্লেখ্য, জানা গেছে হিমবাহ বিস্ফোরণের ফলেই এই তুষার ধস। চামোলি জেলার মানা গ্রামের কাছেই ছিল শ্রমিকদের ওই ক্যাম্প। আর সেই ক্যাম্পের উপরেই নামে তুষারধস।
শ্রমিকদের উদ্ধারের জন্য একসঙ্গে কাজে নেমেছে, এনডিআরএফ, এসডিআরএফ। এছাড়াও কাঁধে কাঁধ মিলিয়েছে আইটিবিপি ও বর্ডার রোডস অর্গানাইজেশনের দলও। সবাই মিলে হাত লাগিয়ে জোর কদমে চলছে উদ্ধার কাজ। যদিও বিপর্যয় কাটেনি কারণ এই মুহূর্তে বদ্রীনাথের আবহাওয়া ভীষণ রকমের খারাপ। যেকোনও সময় ফের ধস নামতে পারে। পার্বত্য এলাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরুতে ঝড় বৃষ্টির আবহে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল তাপমাত্রা। কিন্তু দুর্যোগের মেঘ…
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কেন্দ্র সরকার গুজরাটে অবৈধ বাংলাদেশি নাগরিকদের (Bangladeshi…
প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই আগামীকাল দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে পুণ্যার্থীদের। কারণ অক্ষয় তৃতীয়ার…
This website uses cookies.