বন্দে ভারত নয়, তবুও আয় ১৭৬ কোটি! দেশের সবচেয়ে ধনী ট্রেন কোনটি জানেন?
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: ভারতীয় নাগরিকদের পরিবহন ব্যবস্থার অন্যতম যোগাযোগ মাধ্যম হল ভারতীয় রেল। যাত্রীদের সুবিধা প্রদানে তাই দিনের পর দিন নয়া প্রযুক্তির ভাণ্ডার নিয়ে আসছে ভারতীয় রেল। প্রতিদিন প্রায় লাখ লাখ যাত্রী পরিবহনের জন্য প্রথম পছন্দ হিসেবে ট্রেনকে বেছে নিয়েছে। সেই কারণে ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা হয়। কিন্তু জানেন কি দেশের সবচেয়ে ধনী ট্রেন (Richest Train of India ) কোনটি? আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
দূরে কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ লোক এক্সপ্রেস ট্রেনগুলিকেই পছন্দের তালিকায় রেখে দেয়। লোকাল ট্রেন বা সাধারণ এক্সপ্রেস ট্রেন প্রত্যেকটি ট্রেনের আলাদা আলাদা বাজেট প্ল্যান রয়েছে। এমনকি, দেশের এমন কিছু প্রিমিয়াম ট্রেন আছে, যাদের ভাড়া অনেক বেশি, তাই স্বাভাবিকভাবে সেগুলির আয়ও বেশি। আর তার ভিত্তিতে বলা যায় দেশের সবথেকে ধনী ট্রেন হল বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস। কারণ আয়ের দিক থেকে এই ট্রেন তালিকায় সবার শীর্ষে রয়েছে। এই এক্সপ্রেসটি হযরত নিজামুদ্দিন থেকে কেএসআর বেঙ্গালুরু পর্যন্ত যাতায়াত করে। রেলের সমীক্ষার রিপোর্ট সূত্রে জানা গিয়েছে বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেসের ২২৬৯২ নম্বর ট্রেনে ২০২২-২৩ সালে ভ্রমণ করেন ৫,০৯,৫১০ জন। যার ফলেসেই সময় সেই ট্রেন থেকে রেল আয় করেছিল প্রায় ১,৭৬,০৬,৬৬,৩৩৯ টাকা।
অন্যদিকে ভারতীয় রেলের ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস। এটি কলকাতা থেকে নয়াদিল্লি পর্যন্ত যাতায়াত করে। ওই একই বছরে অর্থাৎ ২০২২-২৩ সালে, ১২৩১৪ নম্বর শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস ট্রেনে ৫,০৯,১৬৪ জন যাত্রী ভ্রমণ করেছিলেন। ওই ট্রেন মোট আয় করেছিল ১,২৮,৮১,৬৯,২৭৪ টাকা। পাশাপাশি সেই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। এটি নয়া দিল্লি এবং ডিব্রুগড়ের মধ্যে চলাচল করে। ২০২২-২৩-এ মোট আয় করেছিল এই ট্রেন ১,২৬,২৯,০৯,৬৯৭ টাকা।
অন্যদিকে ভারতীয় রেল মন্ত্রকের দেওয়া রিপোর্ট সূত্রে জানা গিয়েছে ভারতীয় রেলের চতুর্থ স্থানে রয়েছে আরেক রাজধানী এক্সপ্রেস সেটি হল মুম্বই রাজধানী এক্সপ্রেস। যেটি নয়া দিল্লি এবং মুম্বই সেন্ট্রালের মধ্যে চলাচল করছে। ২০২২-২৩ সালে রেলের আয় হয়েছিল ১,২২,৮৪,৫১,৫৫৪ টাকা। পঞ্চম স্থানে রয়েছে, ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। যেটি ২০২২-২৩ এ প্রায় ১,১৬,৮৮,৩৯,৭৬৯ টাকা আয় করেছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই উচ্চতার শিখরে উঠছে ভারতীয় রেল। এখন রেলে ভ্রমণ…
সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ তারপরেই বাংলাজুড়ে ধেয়ে আসছে শিলাবৃষ্টি সঙ্গে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক বছর আগে পেগাসাস (Pegasus) সফ্টওয়্যারের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার গুজরাতের বিপক্ষে আগুন ঝরিয়েছেন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।…
Business Idea: গাছের প্রতি ভালবাসা থেকে শুরু, আর সেই ভালোবাসাকেই পুঁজি করে এবার আত্মনির্ভর হয়েছে…
যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং সরকারি রেশনের সুবিধা পেতে চান, তাদের জন্য এক গুরুত্বপূর্ণ…
This website uses cookies.