বন্ধ হচ্ছে Ola, Uber, Rapido-র বাইক ট্যাক্সি পরিষেবা! কড়া নির্দেশ হাইকোর্টের
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধ হচ্ছে Ola, Uber, Rapido-র বাইক-ট্যাক্সি পরিষেবা। হ্যাঁ, অ্যাপ ক্যাবের যুগে এমন খবর সত্যিই হৃদয়বিদারক। প্রতিদিন কর্মস্থল থেকে বাড়ি, আবার বাড়ি থেকে প্রয়োজনীয় গন্তব্য… দুঃসময়ের সঙ্গী এই অ্যাপ ক্যাবগুলি এবার বন্ধ হতে চলেছে। সূত্রের খবর, আগামী 6 সপ্তাহের মধ্যে এই পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট (High Court)। এবার কী হবে নিত্যযাত্রীদের?
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার কর্ণাটক হাইকোর্টের তরফে অ্যাপ-ক্যাব সংস্থাগুলিকে বাইক-ট্যাক্সি পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, 1988 সালের মোটর ভেহিক্যালস আইনের 3 নম্বর ধারা অনুযায়ী সরকারের তরফে প্রয়োজনীয় গাইডলাইন জারি না হওয়া পর্যন্ত, রাজ্যে বাইক-ট্যাক্সি চালানো যাবেনা বলেই জানিয়ে দিয়েছে আদালত।
জানা যাচ্ছে, আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্যজুড়ে বাইক ট্যাক্সি পরিষেবা, বন্ধ করতে হবে সংস্থাগুলিকে। অন্যথায়, সরকারের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, Ola, Uber, Rapido সহ অন্যান্য বাইক ট্যাক্সি পরিষেবা যাতে দ্রুত বন্ধ হয়, তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
এদিন হাইকোর্টের বিচারপতি বিএম শ্যাম প্রসাদের বেঞ্চের তরফে, রাজ্য সরকারকে প্রয়োজনীয় আইন বিধি ও গাইডলাইন তৈরির জন্য 3 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যেভাবেই হোক নির্দিষ্ট আইন ও গাইডলাইন তৈরি করে তবেই রাস্তায় অ্যাপ-ক্যাব সংস্থাগুলিকে পারমিট দেবে সরকার।
প্রসঙ্গত, 2021 সালের জুলাই মাস নাগাদ, রাজ্যজুড়ে বাইক-ট্যাক্সি পরিষেবা নিষিদ্ধ করার একটি আদেশ জারি করে কর্ণাটক সরকার। তবে পরবর্তীতে সেই আদেশের বিরোধিতা করে হাইকোর্টে পিটিশন দাখিল করে Ola, Uber, Rapido-র মতো সংস্থাগুলি। পরে আদালতের তরফে অ্যাপ-ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
অবশ্যই পড়ুন: ৩ মাসের মধ্যে নিয়োগ, কাউকে দিতে হবে না টাকা! চাকরি বাতিল মামলায় ঘোষণা মমতার
তবে দীর্ঘ সময় পেরিয়ে অবশেষে, বাইক-ট্যাক্সির পরিচালন সংস্থাগুলিকে বড় ধাক্কা দিল আদালত। যদিও অ্যাপ-ক্যাব সংস্থাগুলির কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে উচ্চ পর্যায়ে আপিল করতে পারেন।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু জল্পনার নিষ্পত্তি। ওপার বাংলার তরফে একাধিক অভিযোগ, চিন সফরে গিয়ে ভারত…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভাগ্য কার কখন বদলে যায় তা ভগবানও বলতে পারেনা! কখনো সাধারন কিছু…
itel King Signal ফিচার ফোন ভারতে লঞ্চ হল। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ভালো নেটওয়ার্ক কভারেজ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গতবছর নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যে ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল এবার সেই…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL-র মাঝেই নাইট তারকাকে নিয়ে বড় খবর! কলকাতা নাইট রাইডার্সের 3.6 কোটির…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালি দর্শকদের বৃহস্পতিবার এলেই হার্টবিট একটু হলেও বেড়ে যায়, কারণ এই…
This website uses cookies.