বন্ধ হবে রাস্তার ধারের সমস্ত কল! জলের অপচয় রুখতে কড়া পথে রাজ্য সরকার
প্রীতি পোদ্দার, কলকাতা: রাস্তাঘাটে চলার পথে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাস্তার পাশের ট্যাপকলগুলি থেকে জল উপচে পড়ছে। কোনো কোনো ট্যাপকলের মুখ আবার ভেঙে যাওয়ায় জল অবিরাম ভাবে উপচে পড়ছে, যার ফলে জলের ব্যাপক অপচয় হচ্ছে। এই নিয়ে হাজারও অভিযোগ আগেই জমা পড়েছিল কলকাতা পুরসভায়। কয়েক বছর আগে শোনা যাচ্ছিল যে কলকাতা শহরে রাস্তার ধারের ট্যাপ কলগুলিকে এবার তুলে নেওয়া হবে। কারণ প্রতিটি বাড়িতে, বস্তিতে, কলোনিতে বাড়ি বাড়ি পানীয় জলের সরবরাহ করার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে তাই আর রাস্তার ধারের ট্যাপকলগুলির বিশেষ কোনও প্রয়োজন থাকবে না। কিন্তু সেই সময় এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তবে এবার জলের অপচয় (Water Wasting in WB) রুখতে বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা।
গতকাল অর্থাৎ সোমবার বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের সূচনা হয়েছিল। সেখানে প্রশ্নোত্তরপর্বে রাজ্যের একাধিক সমস্যা নিয়ে বিরোধী দলগুলি প্রশ্ন তোলে। যার মধ্যে সেই প্রশ্নোত্তর পড়বে জায়গা পায় জলের অপচয় ব্যবস্থা রোধ। সূত্রের খবর, বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক শঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন যে জল অপচয় নিয়ে রাজ্য সরকার কী ভূমিকা পালন করতে চলেছে। সেই প্রশ্নের জবাবে তখন ফিরহাদ হাকিম বলেন, ‘‘আমাদের সরকারের লক্ষ্য রাস্তার ধারের ট্যাপ কলের সংখ্যা কমিয়ে আনা। যেহেতু এখন বাড়ি বাড়ি জল দেওয়া হচ্ছে এমনকি বাড়িগুলিতে জলের ট্যাঙ্ক এর ব্যবস্থা রয়েছে তাই এই সিদ্ধান্ত। তবে কিছু কিছু জায়গায় জল নিয়ে বাড়িওয়ালা-ভাড়াটের মধ্যে সমস্যা থেকেই যায় তাই সেই সকল জায়গায় রাস্তার ধারের কল রাখতে হয়।”
কলকাতার বিভিন্ন রাস্তায় কলের ট্যাপ ভাঙ্গা প্রসঙ্গও তুলে ধরেছেন ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদ হাকিম জানান, ‘‘রাজ্যের পুরসভা এলাকাগুলিতে মোট ৭৩ হাজার স্ট্যান্ড পোস্ট রয়েছে। সেখানে জলের অপচয় রুখতে ট্যাপ লাগানো থাকে। কিন্তু বহু জায়গায় স্ট্যান্ড পোস্ট ভেঙে দেওয়া হচ্ছে। তবুও এলাকায় আমরা ৩-৪ বার করে স্ট্যান্ড পোস্টের ট্যাপ লাগিয়ে দিয়েছি। কিন্তু সেক্ষেত্রে যদি ফের তা ভেঙে দেওয়া হয়, তবে আমরা স্ট্যান্ড পোস্ট তুলে নেব।” তিনি আরও বলেন যে, “ রাজ্যবাসীকে জলের অপচয় বন্ধ করতে হবে। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জলই জীবন, তাই জীবনের কর হয় না। তাই যে সকল এলাকায় বাণিজ্যিক ভাবে জলের ব্যবহার হয় না বা তুলনামূলক কম জলের ব্যবহার হয় সেখানে আমরা জলের জন্য কর নিই না। কিন্তু যদি সেই সকল এলাকাগুলিতে জলের অপচয় বেশি দেখা যায়, আমরা তাহলে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হব।’’
এছাড়াও গতকাল বিধানসভার বাজেট অধিবেশনের সময় মেয়র ফিরহাদ হাকিম একটি রিপোর্ট পেশ করেছে যেখানে কলকাতার বিভিন্ন এলাকায় স্ট্যান্ড পোস্টের মুখে ট্যাপ বসানো নিয়ে একটি হিসাব বলা হয়েছে। রিপোর্ট সূত্রে জন্য গিয়েছে ৭৩ হাজার স্ট্যান্ড পোস্টের মুখে ট্যাপ বসানো হয়ে গিয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি ফের ভাঙ্গা হয়েছে। ২৮২৩ টি স্ট্যান্ড পোস্টের মুখে এখনও ট্যাপ লাগানো হয়নি। এবং জলের অপচয় রুখতে সাড়ে ৬৪ লক্ষ বাড়িতে জল পৌঁছে দিয়েছে সরকার। জানা গিয়েছে চলতি মাসের মধ্যে আরও ১১ লক্ষ ৮২ হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়া হবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেস্ট ক্রিকেটের ব্যর্থতা ঢেকে দিয়েছে ওয়ানডে ফরম্যাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম…
নতুন নোট আসছে বাজারে। পুরনো নোটের দিন শেষ! নতুন ৫০, ১০০, ২০০ টাকার নোট আসতে…
শ্বেতা মিত্র, কলকাতা: মার্চ মাসেই কার্যত কাঠফাটা গরম পড়তে শুরু করেছে। সামনে আবার এপ্রিল, মে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গোটা বিশ্ব যখন টেকসই এবং নির্ভরযোগ্য শক্তির সন্ধানে ব্যস্ত, তখনই বাজারে এল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক ইন্ডাসিন্ড ব্যাংকের (IndusInd Bank) হিসাবের খাতা থেকে…
বর্তমান সময়ে আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের জন্য নয়, বরং এটি সরকারি ও বেসরকারি বিভিন্ন পরিষেবা…
This website uses cookies.