লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বরুণের কারণে KKR-এ থেকেও সুযোগ পাননি কুলদীপ, টিম ইন্ডিয়াতেও মুখোমুখি দুজনে

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক ভারতীয় স্পিনারের কীর্তিতে চাপ বাড়ল আরেক ভারতীয় স্পিনারের কেরিয়ারে। হ্যাঁ, ঘটনাটা যথেষ্ট অস্বস্তিকর হলেও এমনই বিস্ফোরণ ঘটেছে টিম ইন্ডিয়ায় (Team India)। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘূর্ণির জোর দেখিয়ে জ্বলে উঠেছিলেন ভারতের ধুরন্ধর স্পিনার তথা কলকাতা নাইট রাইডার্স তারকা বরুণ চক্রবর্তী। বিগত সিরিজে খেলোয়াড়ের অসামান্য পারফরমেন্স তাঁকে ইংরেজদের বিপক্ষে ওয়ানডে দলেও জায়গা করে দিয়েছে। এমন পরিস্থিতিতে চাপ বাড়ল দলের আরেক তারকা স্পিনারের।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

বরুণ চক্রবর্তীর অসামান্য রেকর্ড

রাজ্য দল তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী। 2018 সালে 27 বছর বয়সে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এরপর থেকে এখনও পর্যন্ত 23টি লিস্ট এ ক্রিকেট ম্যাচে অংশ নিয়ে 59টি উইকেট ভেঙেছেন চক্রবর্তী। যার অর্থ প্রতি ম্যাচে 2 উইকেটের বেশি সাফল্য এসেছে KKR তারকার ঘরে। এছাড়াও চারবার এক ইনিংসে 5টি করে উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে এই ভারতীয় তারকার। লিস্ট এ ক্রিকেট পরিসংখ্যান বলছে, তিনি এই ঘরানায় প্রতি 20তম বলে একটি উইকেট তোলেন।

READ MORE:  Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফিতে কীভাবে জিতবে ভারত, BCCI-র অনুষ্ঠানে রহস্য ফাঁস করলেন রোহিত | Rohit Sharma In Board of Control for Cricket in India's Program

বিজয় হাজারের সর্বোচ্চ উইকেট শিকারি বরুণ

গত ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বিজয় হাজারে ট্রফির ম্যাচগুলিতে নিজের কব্জির জোর সফলভাবে প্রয়োগ করেছেন বরুণ চক্রবর্তী। অনেকেই হয়তো জানেন না, গত বিজয় হাজারে মরসুমে সবচেয়ে বেশি উইকেট এসেছিল বরুনের ঝুলিতে। এই মরসুমের 6 ম্যাচে 50 ওভারের বেশি বল করে 18 জন ব্যাটসম্যানকে ফিরতি পথ দেখিয়েছিলেন এই ভারতীয় তারকা।

এছাড়াও বিজয় হাজারেতে দুবার এক ইনিংসে 5 উইকেট নিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, সবচেয়ে কম রান দিয়ে অতিরিক্ত উইকেট তোলার দৌড়েও এগিয়ে রয়েছেন চক্রবর্তী। বিজয় হাজারের ম্যাচে তিনি মাত্র 9 রান দিয়ে 5 উইকেট ভাঙার রেকর্ড গড়েছেন। যা সত্যিই অবিশ্বাস্য।।

READ MORE:  Mohammed Shami : ১০০ দিনের কাজের টাকা পান শামির পরিবার! | Big News About Mohammed Shami's Family

বরুণের আগমনে চাপ বাড়ল কুলদীপের!

ইংল্যান্ডের বিরুদ্ধে গত টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্স করে ওডিআই দলে সুযোগ পেয়ে গিয়েছেন বরুণ চক্রবর্তী। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ময়দানে বরুন চক্রবর্তী নিজের জলবা দেখাতে শুরু করলে যথেষ্ট সমস্যায় পড়বেন ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব। সিংহভাগের দাবি, চোট কাটিয়ে দলে ফেরা কুলদীপ যদি ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল পারফর্ম করতে না পারেন সেক্ষেত্রে চক্রবর্তীর দিকে ঝোঁক থাকবে বোর্ড কর্তাদের।

একইভাবে ইংলিশদের বিরুদ্ধে ওয়ানডের রণক্ষেত্রে যদি বরুণের হাত ধরে একের পর এক উইকেট আসে অন্যদিকে কুলদীপ যদি ব্যর্থ হন তবে ভারতীয় দলে তার জায়গাটা প্রশ্নের মুখে পড়তে পারে। যেখানে ওয়ানডে ক্রিকেটে বরুণ চক্রবর্তী একেবারে নতুন, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেই অভিষেক হবে তাঁর। এদিকে কুলদীপের ওয়ানডে কেরিয়ার বেশ দীর্ঘ। এখনও পর্যন্ত 106টি ওয়ানডে ম্যাচে 172টি উইকেট রয়েছে তাঁর। কাজেই আসন্ন ম্যাচ গুলিতে ব্যর্থ হলে যাদবকে যে প্রশ্নের মুখে পড়তে হবে একথা বলার অপেক্ষায় রাখে না।

READ MORE:  India Vs England 4th T20: দুবের কনকাশন সাব হর্ষিত, তুমুল সমালোচিত ভারত! জানুন ICC-র এই বিশেষ নিয়ম সম্পর্কে | Know Concussion Sub Rules Of International Cricket Council

বরুণের জন্য ম্যাচ পাননি কুলদীপ!

বরুন চক্রবর্তী ও কুলদীপ যাদব দুজনেই 2020 ও 2021 IPL মরসুমে কলকাতা দলের হয়ে খেলেছেন। তবে এই মরসুমে দক্ষ স্পিনার হিসেবে শাহরুখের দলের প্রথম পছন্দ ছিলেন বরুণ। ফলত, হাইভোল্টেজ ম্যাচ গুলিতে বরুণকে রেখে কুলদীপ যাদবকে বিশ্রামে বেঞ্চে বসিয়েছিল ম্যানেজমেন্ট। যার কারণে দুই মরসুমে মাত্র 5টি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল কুলদীপের।

অবশ্যই পড়ুন: ফ্রিতে মেসি সতীর্থকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল! খেলবেন ISL-এ?

আর এই সমগোত্রীয় কারণ দেখিয়েই বরুণ চক্রবর্তীকে দলে টেনে কুলদীপ যাদবকে গত টি-টোয়েন্টি থেকে সরিয়ে রেখেছিল ভারত। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে কুলদীপের পারফরমেন্স খুব একটা ভাল না হলে বরুণের প্রতিদ্বন্দ্বী হিসেবে যথেষ্ট ঝক্কি পোয়াতে হতে পারে তাঁকে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.