একে বলে আজব প্রেম কি গজব কাহানি! ভারতবর্ষের মতো দেশে সব কিছুই সম্ভব, এই দেশে এমন এমন ঘটনা ঘটে যা মানুষের কল্পনারও বাইরে। আর সোশ্যাল মিডিয়ার সৌজন্য সেই সমস্ত ঘটনার সঙ্গে পরিচিত হই আমরা। আর এবার এক অদ্ভুত প্রেম কাহিনীর কথা জানব। যেখানে ঋন আদায় করতে গিয়ে ঋণগ্রস্তের বউকেই বিয়ে করে নেওয়ার ঘটনা ঘটল।
শুধু কী তাই? প্রেমের টানে স্বামী, সংসার ছেড়ে বেরিয়ে এলেন যুবতীও। এরপর ওই লোন রিকভারি এজেন্টের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন। এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে বিহারের জামুই জেলায়। পেশায় লোন রিকভারি এজেন্ট পবন ঋণের টাকা আদায়ের জন্য আসতেন নকুল শর্মার বাড়িতে। সেখানেই তার পরিচয় হয় উপেন্দ্রর সুন্দরী স্ত্রী ইন্দিরা কুমারীর সঙ্গে।
এরপর থেকে ঋণ আদায়ের নামে বারবার নকুলের বাড়িতে যেতেন পবন। ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়। অল্প দিনেই দুজন দুজনকে মন দিয়ে ফেলেন। মাত্র দেড় বছর আগেই নকুলের সঙ্গে বিয়ে হয়েছিল ইন্দিরার। কিন্তু বিয়ের পর থেকেই তার উপর অত্যাচার করত নকুল। আর তাই অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচতে পবনকে বিয়ের সিদ্ধান্ত নেন ইন্দিরা।
এরপর দুজনেই সিদ্ধান্ত নেন তারা বিয়ে করবেন। আর সেই অনুযায়ী কাজ করেন। স্বামীকে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান ইন্দিরা।মন্দিরে গিয়ে সাত পাক ঘুরে বিয়ে করলেন। এই বিষয়ে ওই যুবতী বলে, বিয়ের পর জানতে পারেন তার স্বামী নিয়মিত মদ্যপান করেন। মদ্যপান করে তাকে প্রায়দিন মারধরও করত। এই সময়েই তার জীবনে এন্ট্রি নেয় লোন রিকভারি এজেন্ট। তার সঙ্গেই প্রেম করে ফের বিয়ে করেন যুবতী।