বাংলাদেশের বিপক্ষে নয়া ভূমিকায় কেএল রাহুল, BCCI-র নির্দেশে প্রস্তুতি টিম ইন্ডিয়ায়
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির (Champions Trophy 2025) প্রথম ম্যাচে আসর জমাবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। সেই মতো দুবাইয়ের মাঠে ইতিমধ্যেই পুরোদস্তুর অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ওপার বাংলার শান্তদের বিপক্ষে জোরালো আক্রমণ শানাতে প্রত্যেকেই নিজস্ব অস্ত্র শানিয়ে নিচ্ছেন।
এহেন আবহে ভারতের ধুরন্ধর উইকেটরক্ষক ব্যাটার কে এল রাহুলকে নিয়ে বিরাট সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, বাংলাদেশের ম্যাচকে সামনে রেখে ভিন্ন ধাঁচে অনুশীলন চলছে রাহুলের। মনে করা হচ্ছে, পদ্মা পাড়ের দল বাংলাদেশের বিপক্ষে তাঁকে মিডিলঅর্ডারে নয়, বরং ভিন্ন ভূমিকায় নামাতে পারে ম্যানেজমেন্ট।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র বলছে, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে রাহুলের ব্যর্থতাকে কাটাতে তাঁকে ব্যাটিং অর্ডারের শেষের দিকে নামানোর চিন্তা ভাবনা করছে ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ হওয়া একদিনের সিরিজে সেভাবে দলে যোগদান রাখতে পারেননি রাহুল।
তাই আসন্ন মিনি ওয়ার্ল্ডকাপে বিশেষত বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে তাঁকে ফিনিশারের ভূমিকায় নামাতে চাইছে বোর্ড। আর সে কারণেই দুবাইয়ের মাঠে অনুশীলনে দ্রুত রান করার ওপর মনোযোগ দিয়েছেন কে এল। সূত্র বলছে, প্র্যাকটিস সেশনে প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ছিলেন রাহুল। বোলারদের একের পর এক বল বাউন্ডারি লাইনের ওপারে পাঠাচ্ছিলেন তিনি।
ভারতীয় ম্যানেজমেন্ট আশা করছে, কে এল রাহুলকে মিশরের ভূমিকায় মাঠে নামানো হলে নিজের ফর্ম পুনরায় ফিরে পেতে পারেন তিনি। আর সেই জন্যই, পুরোদস্তুর অনুশীলনের পর বাংলাদেশের ম্যাচে তাঁকে একজন ফিনিশার হিসেবে শান্তদের বিপক্ষে ব্যাট হাতে ময়দানে নামাবেন অধিনায়ক রোহিত শর্মা। সে ক্ষেত্রে, ইংল্যান্ডের বিরুদ্ধে গত ওডিআই সিরিজের মতোই 5 নম্বরের বদলে 6 নম্বরে নামানো হতে পারে রাহুলকে।
বেশ কিছু জনপ্রিয় সংবাদ মাধ্যম তাদের সংবাদ পৃষ্ঠায় উল্লেখ করেছে, আগত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের ম্যাচগুলিতে ভারতের ফিনিশার হওয়ার পাশাপাশি উইকেট রক্ষক হিসেবেও দেখা যাবে কে এল রাহুলকে। যদিও টিম ইন্ডিয়ার উইকেট কিপারের তালিকায় রাহুলের সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ঋষভ পন্থ। তবে গতকাল দুবাইয়ের অনুশীলনে হাটুতে চোট পেয়েছেন তিনি।
আরও পড়ুন: সব দায় ICC-র! করাচিতে ভারতীয় পতাকা না থাকার আসল কারণ জানাল PCB
যার কারণে এখনও খেলোয়াড়ের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। এছাড়াও, বহু আগেই কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন, চ্যাম্পিয়নস ট্রফিতে উইকেট রুক্ষক হিসেবে ভারতীয় দলে অগ্রাধিকার দেয়া হবে এর কে এল রাহুলকেই। আর সেই সূত্র ধরেই, বাংলাদেশের ম্যাচে রাহুলের উইকেট রক্ষকের জায়গা একপ্রকার পাকা হয়ে গেল।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন?…
অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iPhone 16e। এক রিপোর্টে দাবি, এই স্মার্টফোন সাড়া ফেলেছে বাজারে। কোম্পানির…
This website uses cookies.