সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের ভোগান্তি যেন শেষ হওয়ারই নাম নিচ্ছে না। হয় ট্রেন দুর্ঘটনা, নয়তো ট্রেন বাতিল (Train Cancel) বা দেরিতে ট্রেন চলা, এরকম নানা রকম সমস্যায় দিন দিন জর্জরিত হয়ে পড়ছেন সাধারণ রেল যাত্রী। এরকম যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে? এখন সেই উত্তর খুঁজছেন সকলে। এসবের মাঝেই রেলের তরফে এবার আরও বড় উদ্যোগ নেওয়া হল। বাংলায় চলাচল করে এমন বহু ট্রেনের সূচি বদল থেকে শুরু করে ট্রেন বাতিল করে দেওয়া হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনিও কি আগামী দিনের মধ্যে ট্রেনে চলাচল করবেন বলে প্ল্যান করছেন? তাহলে আজকের এই লেখাটি রইল শুধুমাত্র আপনার জন্য।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
বহু ট্রেনের সময়সূচী বদলে দিল রেল
রেল সূত্রে খবর, বারহাওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-মালদা প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার, কামাক্ষ্যা-পুরী এক্সপ্রেসের মতো ট্রেনগুলি দাঁড়িয়ে রয়েছে। কখন নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে এগুলি ছাড়বে সে সম্পর্কে রেল কিছু বলতে পারছে না। ফলে মাথায় কার্যত বাজ ভেঙে পড়েছে যাত্রীদের। কীভাবে কী হবে, সেই নিয়ে দিশেহারা সকলে।
রেলের তরফে দুটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই দুটি ট্রেন হল সাহিবগঞ্জ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ভারওয়ারওয়া এবং বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার। এই দুটি ট্রেনের যাত্রাপথ বল্লালপুরে সংক্ষিপ্ত করা হয়েছে বলে খবর।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ট্রেন বাতিল, যাত্রাপথ পরিবর্তন করল রেল
রেলের তরফে ২টি ট্রেন বাতিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার এবং কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার। ৫টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনগুলি হল হাওড়া-মালদহ ইন্টারসিটি, কলকাতা-শিলচর স্পেশাল, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, কামাখ্যা-পুরী এক্সপ্রেস এবং বালুরঘাট-নবদ্বীপ ধাম এক্সপ্রেস। তবে পরিবর্তন যে আরও হতে পারে সে ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে রেল যাত্রীদের।