বাংলায় বাতিল একাধিক ট্রেন, বদলে গেল বহু ট্রেনের সূচিও! তালিকা প্রকাশ পূর্ব রেলের
সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের ভোগান্তি যেন শেষ হওয়ারই নাম নিচ্ছে না। হয় ট্রেন দুর্ঘটনা, নয়তো ট্রেন বাতিল (Train Cancel) বা দেরিতে ট্রেন চলা, এরকম নানা রকম সমস্যায় দিন দিন জর্জরিত হয়ে পড়ছেন সাধারণ রেল যাত্রী। এরকম যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে? এখন সেই উত্তর খুঁজছেন সকলে। এসবের মাঝেই রেলের তরফে এবার আরও বড় উদ্যোগ নেওয়া হল। বাংলায় চলাচল করে এমন বহু ট্রেনের সূচি বদল থেকে শুরু করে ট্রেন বাতিল করে দেওয়া হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনিও কি আগামী দিনের মধ্যে ট্রেনে চলাচল করবেন বলে প্ল্যান করছেন? তাহলে আজকের এই লেখাটি রইল শুধুমাত্র আপনার জন্য।
রেল সূত্রে খবর, বারহাওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-মালদা প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার, কামাক্ষ্যা-পুরী এক্সপ্রেসের মতো ট্রেনগুলি দাঁড়িয়ে রয়েছে। কখন নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে এগুলি ছাড়বে সে সম্পর্কে রেল কিছু বলতে পারছে না। ফলে মাথায় কার্যত বাজ ভেঙে পড়েছে যাত্রীদের। কীভাবে কী হবে, সেই নিয়ে দিশেহারা সকলে।
রেলের তরফে দুটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এই দুটি ট্রেন হল সাহিবগঞ্জ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ভারওয়ারওয়া এবং বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার। এই দুটি ট্রেনের যাত্রাপথ বল্লালপুরে সংক্ষিপ্ত করা হয়েছে বলে খবর।
রেলের তরফে ২টি ট্রেন বাতিল করা হয়েছে, যার মধ্যে রয়েছে আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার এবং কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার। ৫টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনগুলি হল হাওড়া-মালদহ ইন্টারসিটি, কলকাতা-শিলচর স্পেশাল, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, কামাখ্যা-পুরী এক্সপ্রেস এবং বালুরঘাট-নবদ্বীপ ধাম এক্সপ্রেস। তবে পরিবর্তন যে আরও হতে পারে সে ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে রেল যাত্রীদের।
বিক্রম ব্যানার্জী, কলকাত: আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতার মাঝে অটুট ভারত-রাশিয়ার (Russia) বন্ধুত্ব। আর সেই সূত্র ধরেই…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 মরসুমে কার্যত জীবন বাজি রেখে লড়ছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক…
ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করে রাখলে সুদ বাড়বে, এই বিশ্বাস নিয়ে অনেকেই এফডির দিকে ঝোঁকেন।…
সৌভিক মুখার্জী, কলকাতা: একবার কল্পনা করুন তো, আপনাকে ২৭২ কিলোমিটার পথ ট্রেনে পাড়ি জমাতে হবে,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলে স্বপ্নের সময় কাটাচ্ছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। সদ্য ISL…
ভিভো সম্প্রতি ভারতে লঞ্চ করেছে তাদের T সিরিজের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন Vivo T3 Ultra।…
This website uses cookies.