বাংলার কর্মচারীদের জন্যে সুখবর, সপ্তম বেতন কমিশন গঠনের দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য
রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে এখন জল্পনা তুঙ্গে। সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) কবে চালু হবে, তা নিয়ে এখন মুখ খুলছে না রাজ্য সরকার। অথচ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করে দিয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কবে নতুন বেতন কমিশনের আওতায় বেতন পাবেন? চলুন দেখে নেওয়া যাক।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে ১৯৭১ সালে প্রথমবার বেতন কমিশন গঠিত হয়। এরপর প্রতি দশকেই নতুন বেতন কমিশন এসেছে। আমরা ইতিহাস ঘাঁটলে দেখতে পাবো-
প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন। ২০২০ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছিল এই বেতন কমিশন। তবে এখন প্রশ্ন সপ্তম বেতন কমিশন কবে গঠিত হবে?
চলতি বছরের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সামান্য পরিমাণে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলেও নতুন বেতন কমিশন নিয়ে কোন রকম মুখ খোলা হয়নি। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, যা আগামী এপ্রিল মাস থেকে বাড়িয়ে ১৮% করা হবে। তবে শুধুমাত্র ডিএ বৃদ্ধি সমস্যা সমাধান নয়। কর্মচারীরা চাইছে নতুন বেতন কমিশন।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় রয়েছে এবং ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। উপরুন্ত ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে তারা অষ্টম বেতন কমিশনের আওতায় যাবেন এবং ডিএ আরো বৃদ্ধি হতে পারে। সেই তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখনো ষষ্ঠ বেতন কমিশনের আওতায় পড়ে রয়েছেন এবং মাত্র ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।
বাম আমলের দিকে তাকালে আমরা দেখতে পাব, প্রতি দশকেই নতুন বেতন কমিশন গঠিত হয়েছে। বর্তমানে তৃণমূল সরকার কি সেই পথে হাঁটতে চলেছে? যদি তাই হয়, তাহলে ২০২৬ সালের আশেপাশের সপ্তম বেতন কমিশনের ঘোষণা আসতে পারে। তবে সরকারের তরফ থেকে এখনো এই বিষয়ে কোনোরকম অনুষ্ঠানে ঘোষণা করা হয়নি।
রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নতুন বেতন কমিশন গঠন করা হোক। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, সেখানে সরকার ডিএ বৃদ্ধির মাধ্যমে বিষয়টি সামাল দিতে চাইছে বলে মনে করা হচ্ছে। নতুন বেতন কমিশন গঠিত হওয়ার কোনরকম ইঙ্গিত সরকার দিচ্ছে না। এখন দেখার সপ্তম বেতন কমিশন নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৮ই মার্চ, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আজ আপনার দিন…
আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে iPhone 17 Air। তার আগে বিভিন্ন রিপোর্ট থেকে ডিভাইসটি সম্পর্কে…
ভারতের টেলিকম বাজারে আসতে চলেছে আবার নতুন বিপ্লব। রিলায়েন্স জিও এবং এয়ারটেল এবার হাত মিলিয়েছে…
ভাল ক্যামেরা-সহ একটি ফ্ল্যাগশিপ অর্থাৎ এমন একটি স্মার্টফোনের সন্ধানে রয়েছেন, যেখানে ঠাসা থাকবে ফিচার, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় রেলে যাতায়াত করেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মহিলা যাত্রীদের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে (Stock Market Tips) এখন বিনিয়োগের প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু…
This website uses cookies.