লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাংলা শস্য বীমার টাকা ব্যাংকে ঢুকছে, আপনি টাকা না পেলে কী করবেন?

Published on:

রাজ্যের কৃষকদের জন্য দারুণ সংবাদ। সম্প্রতি বাংলা শস্য বীমা প্রকল্পের (Bengal Crop Insurance) আওতায় ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া শুরু হয়েছে। কিন্তু অনেক কৃষক এখনো তাদের প্রাপ্য টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি। 

আপনি কি তাদের মধ্যে একজন? তাহলে চিন্তার কোন কারণ নেই। আজকের প্রতিবেদনে জানিয়ে দেওয়া হবে, কবে এই টাকা পাবেন এবং কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন বা টাকা না পেলে কী করবেন সমস্ত তথ্যগুলি।

টাকা দিচ্ছে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, ৮ই জানুয়ারি, ২০২৫ থেকে ৯ লক্ষ কৃষকদের মোট ৩৬৫ কোটি টাকা ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে বাংলা প্রকল্পের আওতায়। আর এই টাকা পাবেন ২০২৪ সালের খরিক মরসুমে যে সমস্ত কৃষকদের ফসল প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়েছে তারা। 

READ MORE:  8th Pay Commission: ১৮ হাজার নয়, ন্যূনতম বেতন হবে আরও বেশি! অষ্টম বেতন কমিশনে ৭টি বড়সড় পরিবর্তন | Update On New Pay Commission

কারা টাকা পাবেন?

যেমনটা জানা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় ক্ষতিপূরণের টাকা সেই সমস্ত কৃষকরা পাবেন, যাদের ফসল বন্যা, ঝড়, ভারীবৃষ্টি বা ঘূর্ণিঝড়ের কারণে নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি যাদের নাম বাংলা শস্য বীমা প্রকল্পের তালিকায় রয়েছে এবং যারা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। 

কবে টাকা আসবে?

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, ৮ই জানুয়ারি, ২০২৫ থেকে এই প্রকল্পের টাকা বিতরণ শুরু হয়ে গিয়েছে। ২০২৫ সালের এপ্রিল মাসের মধ্যেই এই প্রকল্পের টাকা প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলেই আশা করা যাচ্ছে।

READ MORE:  মাত্র ৩০০ টাকার শেয়ারের বর্তমান মূল্য ১১.৮৮ লাখ! কীভাবে সম্ভব? জানুন বিস্তারিত

অনলাইনে স্ট্যাটাস চেক করার পদ্ধতি

আপনার টাকা এসেছে কিনা তা চেক করতে আপনি নিজের ধাপগুলি অনুসরণ করতে পারেন-

  • প্রথমে বাংলা শস্য বীমা প্রকল্পের ওয়েবসাইটে যান। 
  • এরপর Farmer ID অপশনটি সিলেক্ট করুন।
  • এরপর ভোটার আইডি নাম্বার দিয়ে সার্চ করুন। 
  • এরপর স্ক্রিনে আপনার বীমা স্ট্যাটাস দেখাবে। 

আপনার স্ট্যাটাসে যদি-

“UTR soon to be updated against Claim Paid IN INR” লেখা থাকে, তাহলে আপনার টাকা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে।

স্ট্যাটাসে যদি “Claim Not Reported Yet” লেখা থাকে, তাহলে আপনার জন্য কোন দাবি নথিভুক্ত হয়নি। পরে আপডেট করা হবে।

স্ট্যাটাসে যদি “Claim under assessment” লেখা থাকে, তাহলে আপনার আবেদন পর্যালোচনা করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

READ MORE:  লক্ষ্মীর ভাণ্ডারে ৩০০০ টাকা, বিনামূল্যে বিদ্যুৎ! BJP ক্ষমতায় আসলে কী কী দেবে দেখুন

স্ট্যাটাসে যদি “UTR Uploaded” লেখা থাকে, তাহলে অর্থ ব্যাংকে ট্রান্সফার হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।

টাকা না পেলে কী করবেন?

যদি এপ্রিল মাসের মধ্যে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে না পান তাহলে নীচের হেল্পলাইন নাম্বারে ফোন করে জানতে পারেন।

  • Krishi Rakshak Helpline Number: 14447
  • Toll-Free Number: 1800-209-5959

বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। তাই দেরি না করে এখনই অনলাইনে স্ট্যাটাস চেক করুন এবং প্রয়োজন হলে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে সমস্যার সমাধান করুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.