বাইকের দামে চারচাকা, ২ লাখের কমেই আপনার হতে পারে Maruti Suzuki-র দুর্দান্ত গাড়ি
নিজস্ব চার চাকা গাড়ি কেনার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু বাজেটের সমস্যার কারণে অনেক সময় সেই স্বপ্ন পূরণ হয় না। তবে এবার মধ্যবিত্তদের বাজেটের মধ্যে স্বপ্নপূরণের এক দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির হয়েছে Spinny। নতুন গাড়ির ক্রমবর্ধমান দামের কারণে পুরোনো গাড়ি কেনা এখন অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে। এতে যেমন খরচ কমে, তেমনি অনেক ভালো মানের গাড়ি পাওয়া যায় সুলভ মূল্যে।
আপনার বাজেট যদি ২ লক্ষ টাকা হয়, তাহলে Maruti Suzuki Wagon R মডেলটি Spinny থেকে কেনা যেতে পারে। ২০১২ সালের একটি Maruti Suzuki Wagon R পাওয়া যাচ্ছে মাত্র ১.৯৯ লক্ষ টাকায়। এই গাড়িটি এখন পর্যন্ত মাত্র ৩৯,০০০ কিমি চলেছে। Spinny এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে যাচাই করা সেকেন্ড হ্যান্ড ও থার্ড হ্যান্ড গাড়ি বিক্রি করা হয়। তবে মনে রাখতে হবে, এটি থার্ড হ্যান্ড গাড়ি হতে পারে, অর্থাৎ এটি দ্বিতীয় মালিকের কাছ থেকে কেনা হচ্ছে।
যদি আপনি এককালীন টাকা দিতে না পারেন, তাহলে Spinny থেকে EMI সুবিধা পাওয়া যাবে। মাসিক মাত্র ৭,৭১৯ টাকা দিয়ে আপনি এই গাড়িটি নিজের করে নিতে পারেন। তাই নতুন বছরে যদি সাশ্রয়ী মূল্যে একটি চার চাকা কেনার পরিকল্পনা থাকে, তাহলে দ্রুত Spinny-র ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে পারেন।
Spinny প্ল্যাটফর্মে ২০১৩ সালের Maruti Suzuki Wagon R 1.0 LXI মডেলটি বিক্রি করা হচ্ছে মাত্র ২ লক্ষ টাকায়। গাড়িটি পুরোনো হলেও দেখতে একদম ভালো অবস্থায় রয়েছে এবং এর ইন্সুরেন্স করানো আছে। আপনি চাইলে এককালীন ২ লক্ষ টাকা দিয়ে অথবা মাসিক ৭,৭১৯ টাকা EMI দিয়ে এই গাড়িটি কিনতে পারবেন।
Spinny-তে আরও একটি ২০১১ সালের Maruti Wagon R মডেল রয়েছে, যার দাম মাত্র ১.৯৮ লক্ষ টাকা। এটি মোট ৭১,৮৪৩ কিমি চালানো হয়েছে। এই মডেলে রয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন এবং ৫-স্পিড গিয়ারবক্স। যদি আরও কম বাজেটে একটি চার চাকা কেনার ইচ্ছা থাকে, তাহলে এই গাড়িটিও একটি ভালো অপশন হতে পারে।
পুরোনো গাড়ি কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা দরকার।
1. গাড়ি স্টার্ট দিয়ে চেক করুন—ঠিক মতো স্টার্ট হচ্ছে কি না।
2. স্টিয়ারিং ও টেস্ট ড্রাইভ—গাড়ি চালিয়ে দেখুন, কোনো সমস্যা রয়েছে কি না।
3. ইন্সুরেন্স ও আরসি (রেজিস্ট্রেশন সার্টিফিকেট)—গাড়ির সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আছে কি না ভালোভাবে যাচাই করুন।
4. গাড়ির অবস্থা ভালো করে পরীক্ষা করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পুরোপুরি সন্তুষ্ট হওয়ার পরেই পুরোনো গাড়ি কেনা উচিত। Spinny-র মতো বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে গাড়ি কেনার সময় এই বিষয়গুলো নিশ্চিত করে নিলে আপনি নিশ্চিন্তে একটি ভালো মানের গাড়ি পেতে পারেন।
যদি নতুন বছরের শুরুতে কম বাজেটে একটি ভালো চার চাকা কেনার পরিকল্পনা থাকে, তাহলে Spinny-র এই অফারটি আপনার জন্য আদর্শ হতে পারে। দ্রুত Spinny ওয়েবসাইটে গিয়ে পছন্দের গাড়িটি বুক করে ফেলুন!
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সম্প্রতি রাজ্যের সার্ভিসেস সিলেকশন বোর্ড জাতীয় স্বাস্থ্য মিশনের…
ব্যাঙ্ক ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা হলে বেশিরভাগ মানুষই প্রথমে ফিক্সড ডিপোজিটের (FD) কথা ভাবেন। এটি…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের প্রধান তিন টেলিকম সংস্থা Reliance Jio, Airtel ও Vodafone Idea (Vi)…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বারের ডিভেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা এ মরসুমে একেবারে শোচনীয়! লিগের উদ্বোধনী ম্যাচে…
২০২৪ সালের জুন মাসের পর এবার ২০২৫ সালের এপ্রিল, এক বছরের মধ্যে জাতীয় সড়কে এই…
প্রীতি পোদ্দার, কলকাতা: দিনে দুপুরে কলকাতা সহ একাধিক জেলায় নানা ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেই চলেছে।…
This website uses cookies.