বাচ্চাদের জন্য Teen অ্যাকাউন্ট নিয়ে এল Instagram, অভিভাবকদের হাতে থাকবে নিয়ন্ত্রণ
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অনুপযুক্ত কনটেন্ট থেকে দূরে রাখতে Instagram-এ নতুন অ্যাকাউন্ট ফিচার চালু করেছে Meta। সম্প্রতি টেক জায়ান্টটি ভারতে Instagram Teen অ্যাকাউন্ট আনার ঘোষণা করেছে। এই অ্যাড-অন অ্যাকাউন্ট কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং অভিভাবকদেরও আশ্বস্ত করবে যে তাদের সন্তানরা নিরাপদে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে। এই ফিচারটি ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে।
ইনস্টাগ্রাম টিন অ্যাকাউন্ট কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তার জন্য বেশ কিছু সুবিধা দেবে। উপরন্তু, এটি বাবা-মায়ের অনুমোদনের প্রয়োজন এমন সেটিংস পরিবর্তন করতে বাধা দেবে।
কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টগুলির জন্য ইনস্টাগ্রাম কেবল তাদের অনুসরণ করা বা ইতিপূর্বে ফলো করা ব্যবহারকারীদের কাছ থেকে মেসেজ গ্রহণ করবে।
কিশোর অ্যাকাউন্ট ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সতর্ক করা হবে। কিশোর-কিশোরীরা এখন অ্যাপে ৬০ মিনিট ব্যয় করার পরে একটি নোটিফিকেশন পাবে। এই নোটিফিকেশন প্রতিদিন টিন অ্যাকাউন্টগুলিতে পাঠানো হবে। অতিরিক্তভাবে, রাত ১০ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত কিশোর অ্যাকাউন্টগুলির জন্য স্লিপ মোড এনাবল করা যাবে।
টিন অ্যাকাউন্টের মাধ্যমে বাবা-মায়েরা তাদের সন্তানদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। যদি কোনও কিশোর তাদের অ্যাকাউন্টের কোনও সেটিংস পরিবর্তন করতে চায় তবে তাদের বাবা-মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। এর জন্য অভিভাবকদের ‘সুপারভিশন’ নামে একটি বিশেষ টুল দেওয়া হবে। এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা দেখতে পারবেন তাদের সন্তানরা কাদের সঙ্গে যোগাযোগ করছে।
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
একদিকে মূল্যবৃদ্ধির চাপে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য…
ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে নোকিয়া ফোন নির্মাতা HMD। সংস্থাটি ঘোষণা করেছে যে…
ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা জিও সম্প্রতি এক নতুন দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য খুশির হওয়া। এতদিন ধরে…
This website uses cookies.