বাচ্চা থেকে মহিলা, রেশনের গম খেয়ে রাতারাতি মাথায় টাক! আতঙ্কে গ্রামের পর গ্রাম
শ্বেতা মিত্র, কলকাতা: কখনো শুনেছেন রেশনের গম (Ration Wheat) খেয়ে গ্রামের পর গ্রামের মানুষের মাথায় টাক হয়ে গিয়েছে? আসলে মহারাষ্ট্রের বুলধানা জেলায় হঠাৎ করে মানুষের মধ্যে টাক পড়ার ঘটনা প্রকাশ্যে এসেছে, যা গোটা দেশকে হতবাক করে দিয়েছে। এখানকার গ্রামগুলিতে, মানুষ ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথেই তারা লক্ষ্য করে যে তাদের মাথার চুল পড়ে গেছে। অনেকের তিন থেকে চার দিনের মধ্যে সম্পূর্ণ টাক পড়ে যায়। স্বাভাবিকভাবেই এই খবর ছড়িয়ে পড়ার জেরে গ্রামগুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, কীভাবে ঘটছে এমন ঘটনা? জেনে নিন বিশদে।
যখন এই রহস্যময় রোগটি নিয়ে তদন্ত হচ্ছিলো তখন ডাক্তাররা চাঞ্চল্যকর তথ্য দেন। তাঁরা জানান যে এর কারণ পাঞ্জাব এবং হরিয়ানা থেকে আসা গম। সরকারি রেশন দোকান থেকে মানুষ যে গম পেত তাতে সেলেনিয়াম নামক একটি উপাদান খুব বেশি পরিমাণে ছিল। সেলেনিয়াম এমন একটি উপাদান যা শরীরের জন্য উপকারী, কিন্তু অতিরিক্ত পরিমাণে এটি বিষের সমান।
জানলে অবাক হবেন, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে, বুলধানার ১৮টি গ্রামের মোট ২৭৯ জনের হঠাৎ করে চুল পড়তে শুরু করে। এই রোগটি বেশিরভাগ ক্ষেত্রে কলেজগামী মেয়ে এবং তরুণদের মধ্যে দেখা গিয়েছে। সবথেকে বড় কথা, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসার মতো এই রোগের কারণে অনেক মেয়ের বিয়ে ভেঙে গিয়েছে, কেউ কেউ আবার টিপ্পনি শোনার ভয়ে কলেজ অবধি যাওয়া বন্ধ করে দিয়েছে। এমনিতেই সমাজে টাক পড়া নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে, তাই কিছু মানুষ লজ্জা এড়াতে নিজেরাই মাথা কামিয়ে ফেলেন।
এই বিষয়ে রায়গড়ের বাওয়াস্কর হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের এমডি ডাঃ হিম্মতরাও বাওয়াস্কর তদন্ত করেছেন। তিনি বলেন, আক্রান্ত ব্যক্তিরা মাথাব্যথা, জ্বর, চুলকানি, ঝিঁঝিঁ পোকা, বমি এবং ডায়রিয়ার মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন। আক্রান্ত স্থানে পাওয়া গম পরীক্ষা করা হলে, এতে ৬০০ গুণ বেশি সেলেনিয়াম পাওয়া যায়। এত বেশি পরিমাণে সেলেনিয়াম মানবদেহের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে। এই রোগের গতি ছিল খুব দ্রুত। মাত্র তিন থেকে চার দিনের মধ্যে মানুষ সম্পূর্ণ টেকো হয়ে গিয়েছেন।
বুলধানা একটি খরাপ্রবণ এলাকা, যেখানে মানুষ সরকারি রেশনের উপর নির্ভরশীল। কিন্তু সরকারি রেশনের মানের দিকে কখনও মনোযোগ দেওয়া হয়নি। নিম্নমানের গমের সরবরাহ রোগটিকে আরও বাড়িয়ে তুলছে বলে অভিযোগ। ইতিমধ্যে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় এই গম বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও, মানুষকে এই গম খাওয়া বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
Samsung এই বছরের শুরুতে Galaxy S25 সিরিজের তিনটি মডেল লঞ্চ করেছে এবং শোনা যাচ্ছে যে…
প্রিপেইড প্ল্যানের পাশাপাশি Airtel বিভিন্ন পোস্টপেইড প্ল্যান অফার করে। এরমধ্যে কিছু প্ল্যান ইনফিনিটি ফ্যামিলি প্যাক…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের অন্যতম OTT প্ল্যাটফর্ম Disney+ Hotstar-এর সাথে হাত মিলিয়ে JioHotstar বাজারে এনেই…
This website uses cookies.