লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাজল যুদ্ধের দামামা? LoC-তে গোলাগুলি শুরু পাকিস্তানের, পাল্টা জবাব দিচ্ছে ভারতও

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ক্ষুব্ধ গোটা দেশ। জ্বলছে প্রতিশোধের আগুন। ভয়াবহ সন্ত্রাস ফিরল কাশ্মীরে। কারণ সেই হামলায় ২৬ জন পর্যটককে নির্বিচারে গুলি চালিয়ে খুন করে জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে করে নাকি এই হত্যালীলা চালানো হয়। এদিকে এই হামলার জবাবে ভারত পাকিস্তানের উপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমনকি বাতিল করা হয় সিন্ধু জল চুক্তি। আর এই পরিস্থিতিতে এবার নিয়ন্ত্রণরেখা বরাবর রাতভর গুলি চালালো পাকিস্তান। শুরু হয়ে গেল দুই দেশের মধ্যে যুদ্ধের আবহে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ঘটনাটি কী?

সূত্রের খবর, আজ সকাল হতেই ভারত-পাক নিয়ন্ত্রণ রেখা (Firing On LOC) বরাবর অঞ্চল থেকে গোলাগুলির খবর আসতে শুরু করেছে। জানা গিয়েছে নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ LOC বরাবর একাধিক স্থানে পাক অধিকৃত কাশ্মীরের দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়। তবে চুপ থাকেনি ভারত, তাঁরাও পাল্টা আক্রমণ করে। এছাড়াও বিশেষ সূত্রে জানা গিয়েছে সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে বান্দিপোরার কুলনার বাজিপোরা এলাকায়। এবং তখনই সেই সময় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। আর তার পরই পাল্টা জবাবে শুরু হয়েছে গুলির লড়াই।

READ MORE:  লোকাল ট্রেনের শতবর্ষ পূরণে বিশেষ উপহার, অত্যাধুনিক EMU পেল হাওড়া, কী নতুনত্ব রয়েছে?

আলোচনায় বসবেন সেনা প্রধান

এইমুহুর্তে শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছেগোটা এলাকা কর্ডন করে ফেলেছে সেনাবাহিনী। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, গতকাল রাতভর বেশ কয়েকটি ভারতীয় পোস্টে নাকি গুলি চালাতে থাকে পাকিস্তানি সেনারা। জানা গিয়েছে আজ অর্থাৎ শুক্রবার কাশ্মীর উপত্যকায় মোতায়েন আর্মি কম্যান্ডারদের সঙ্গে দেখা করবেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী। উপত্যকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান যেভাবে গুলি চালাচ্ছে, তা নিয়ে আলোচনায় বসতে পারেন সেনাপ্রধান।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

অন্যদিকে কাশ্মীরের আগুনে কাঁদছে বাংলা। পহেলগাঁও-কাণ্ড নিয়ে শোরগোলের আবহেই জম্মু-কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে নদিয়া জেলার বাসিন্দা সেনা জওয়ান ঝন্টু আলি শেখ এর। ভারতীয় সেনার ছয় প্যারা রেজিমেন্টের সদস্য ছিলেন। সামনে থেকে জঙ্গি নিকেশের দায়িত্বে ছিলেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। নদিয়ার বাড়িতে খবর এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রীও।

READ MORE:  চ্যাম্পিয়নস ট্রফিতে ফের বদলে যাবে টিম ইন্ডিয়া? আশঙ্কা জেনেই বড় বন্দোবস্ত BCCI-র

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.