লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাজারের সেরা ক্যামেরা ফোন হবে Sony Xperia 1 VII? আসছে নতুন টেলিফটো ক্যামেরা সহ

Published on:

সম্প্রতি Sony Xperia 1 VII ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছিল। যেখান থেকে স্পষ্ট যে আসন্ন এই ডিভাইসে বড় ক্যামেরা আপগ্রেড দেখা যাবে। এখন আবার জনপ্রিয় এক টিপস্টার এই স্মার্টফোন সম্পর্কে নতুন তথ্য ফাঁস করেছে। তার দাবি Sony Xperia 1 VII চলতি বছরের মে বা জুনে বাজারে আসবে। এতে টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে।

READ MORE:  Sony Xperia 10 VII Feature: Sony Xperia 10 সিরিজের ইতিহাসে প্রথমবার এমন ফিচার্সের সঙ্গে স্মার্টফোন বাজারে আসছে | Sony Xperia 10 VII 120hz OLED Display

Sony Xperia 1 VII ফোনে থাকতে পারে ১/২ ইঞ্চি টেলিফটো সেন্সর

Esato ফোরামের একজন টিপস্টার বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছেন যে, আসন্ন Sony Xperia 1 VII ডিভাইসে ১/৩.৫ ইঞ্চি এক্সমোর আরএস সেন্সর এর পরিবর্তে ~১/২ ইঞ্চি টেলিফটো ক্যামেরা দেওয়া হবে। অর্থাৎ এই ক্যামেরা সেন্সরটি আরও উন্নত হবে।

কারণ এটি আরও বড় সেন্সর হবে। আর বড় সেন্সর উন্নত লো লাইট পারফরম্যান্স এবং শার্প ইমেজ ক্যাপচার করতে দেয়। আর আমরা জানি যে সনির ক্যামেরা সেন্সর মোবাইল দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়। যদিও এই সেন্সরের রেজোলিউশন টিপস্টার বলেননি। তবে এর আগে‌ শোনা গিয়েছিল যে, সনি ১০০ মেগাপিক্সেল ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের উপরে কাজ করছে। আশা করা যায় আসন্ন ডিভাইসে এই দুই সেন্সরের মধ্যে কোনো একটি থাকবে।

READ MORE:  Samsung Galaxy A06: হোলিতে Samsung এর লোভনীয় অফার, ৮ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন | Samsung Galaxy A06 Holi Special Offer

এছাড়া ডিভাইসটি সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি।তবে আশা করা যায় যে, এতে ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। এতে বড় ব্যাটারি দেওয়া হতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.