রিয়েলমি ভারতে নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে – এগুলি হল Realme 14T ও Realme C75x। উভয় ডিভাইস ব্লুটুথ এসআইজি, এফসিসি ও অন্যান্য সার্টিফিকেশন সাইটে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। এখন আবার টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন শীঘ্রই এই দুই ফোন ভারতে পা রাখবে। আসুন এদের সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে দেখে নেওয়া যাক।
Realme 14T এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)
রিয়েলমি ১৪টি ডিভাইসকে সম্প্রতি আলিএক্সপ্রেস সাইটে দেখা গেছে। জানা গেছে এতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর সহ এসেছে, যার সাথে এলপিডিডিআর৪এক্স র্যাম ও ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত থাকবে। এটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
রিয়েলমি ১৪টি স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ক্যামেরার কথা বললে এতে ৫০ মেগাপিক্সেল ওমনিভিশন ওভি৫০ডি প্রাইমারি রিয়ার সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৪৮০ সেন্সর পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলবে। ফোনটি পিঙ্ক, গ্রিন ও ব্ল্যাক কালার অপশনে আসবে।
Realme C75x এর স্পেসিফিকেশন ও ফিচার
রিয়েলমি সি৭৫এক্স ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে। স্পেসিফিকেশনের কথা বললে, এই ফোনে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে, যা ৬২৫ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিন উপস্থিত। এটি ২৪ জিবি র্যাম (৮ জিবি ফিজিক্যাল + ১৬ জিবি ভার্চুয়াল) ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যায়।
ফটোগ্রাফির জন্য রিয়েলমি সি৭৫এক্স হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও এসজিএস মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে। এতে মিনি ক্যাপসুল ও গুগল জেমিনি