বাজারে কোটি কোটি টাকা ধার, শোধের নাম নেই! শোচনীয় অবস্থা রাজ্যের পরিবহন দফতরের

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের পরিবহন ব্যবস্থায় একের পর এক সুযোগ সুবিধা প্রদান করতে গিয়েই এবার কপালে হাত পড়ল রাজ্যের পরিবহন দফতরের (WB Transport Department)। ধারের পরিমাণ বছরের পর বছর ধরে ক্রমেই বেড়ে চলেছে। যার জেরে এবার সরকারি ভান্ডারে ভাঁড়ে মা ভবানী হাল। যেখানে সরকারি হিসেব বলছে ৭.৫০ কোটি টাকা বাকি সেখানে আবার বেসরকারি হিসেব বলছে, অঙ্কটা ১০ কোটি টাকার কাছাকাছি চলে গিয়েছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

পাঁচ বছরের ধার এখনও মেটায়নি দফতরগুলি!

২০২০ সালে যখন অধিকাংশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেন তখন গোটা বিশ্ব জুড়ে শুরু হয় লকডাউন। কিন্তু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রাজ্য সরকারের কর্মীদের কর্মসংস্থানে যেতেই হত, তখন রাজ্যের সমস্ত মানুষ রাজ্য সরকারের বিভিন্ন দফতর, কলকাতা হাইকোর্ট, কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, ইএসআই হাসপাতাল থেকে শুরু করে বেশ কয়েকটি পাড়ার ক্লাব রাজ্যের পরিবহণ দফতরের কাছ থেকে বাসভাড়া নিয়েছিল। কিন্তু করোনা পর্ব মিটলেও রাজ্য পরিবহন দফতরে এখনও কেউ সেই ভাড়া মেটায়নি।

READ MORE:  Bus Conductor Job: প্রায় ৯০০ পদে নিয়োগ করবে রাজ্য সরকার, কারা পাবেন চাকরি? বিজ্ঞপ্তি জারির পথে নবান্ন | Government Of West Bengal Will Recruit 885 Post

করোনাকালের বাসভাড়া এখনও বাকি

শুধু শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল নয়, রাজ্যের পরিবহন দফতরের থেকে রাজ্য সরকারের বিভিন্ন দফতর যেমন আইসিডিএস, তথ্য ও সংস্কৃতি দফতর, কলকাতা পুরসভা, ইএসআই হাসপাতাল বা স্বাস্থ্য থেকে পুর নগরোন্নয়ন দফতর সহ একাধিক জায়গায় যাওয়ার জন্য গাড়ি চেয়ে নেওয়া হয়। কিন্তু টাকা পরিশোধের বেলায় কাউকেই দেখা যাচ্ছে না। যার ফলে ব্যাপক চিন্তায় পড়েছে দফতরের আধিকারিকরা। তাঁদের মতে, হিসেবে অনুযায়ী করোনাকালের বাসভাড়া বাবদ বকেয়া ৭ কোটি ৫০ লক্ষ টাকা যদি এইমুহুর্তে পরিশোধ করা যায় তাহলে অনেকটাই আয়ত্তে আসবে পরিস্থিতি। পাশাপাশি কলকাতা হাইকোর্টেও বকেয়া রয়েছে প্রায় ৪ কোটি টাকা!


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তার উপর পেট্রোল ডিজেলের দাম দিনের পর দিন বেড়েই চলেছে। যার ফলে তেলের যোগান দিতে গিয়েই রীতিমত হিমশিম খাচ্ছে পরিবহন দফতর। এদিকে রাজ্যে একাধিক বাস মেরামতি কোটা যাচ্ছে না অর্থের অভাবে। তাই বাসগুলো চালু করা যাচ্ছে না। যদি নগদ অর্থ ফেরত পাওয়া যেত তাহলে গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাবে রাজ্য প্রশাসন। কিন্তু আদৌ তাদের সমস্যা মিটবে কি না তা নিয়ে অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। কারণ এই ঘটনাকে কেন্দ্র করে পরিবহণ দফতরের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে চিঠি পাঠানো হলেও কোনও লাভ হয়নি। ভবিষ্যৎ এ তাই আদৌ সেই টাকা পাওয়া যাবে কিনা তাই নিয়ে ধন্দে রাজ্য সরকার।

READ MORE:  খাস কলকাতায় ফের ধর্ষণ, টালিগঞ্জে শিকার ৬ বছরের শিশু! গ্রেফতার অভিযুক্ত

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Scroll to Top