লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাজার কাঁপাতে আসছে Oppo F29 সিরিজ, লঞ্চের তারিখ জানিয়ে দিল সংস্থা, দাম কেমন হবে

Published on:

Oppo F29 5G সিরিজ জল্পনার অবসান ঘটিয়ে এই মাসেই ভারতে আসছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Oppo F29 5G এবং Oppo F29 Pro 5G অর্ন্তভুক্ত থাকবে। সম্প্রতি অনলাইনে ফোনগুলির বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল। আর আজ ভিভো লঞ্চের তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি ফিচার্স ও কালার অপশনগুলিও প্রকাশ করেছে। Oppo F29 5G সিরিজ টেকসই বিল্ড সহ আসবে বলে দাবি করা হয়েছে। অর্থাৎ বডি স্ট্রাকচার শক্তিশালী হবে।

ভারতে Oppo F29 5G ও F29 Pro 5G লঞ্চের তারিখ

কোম্পানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ওপ্পো এফ২৯ ৫জি ও এফ২৯ প্রো ৫জি ভারতে ২০ মার্চ, দুপুর ১২টায় লঞ্চ হবে। ফোনটি আমাজন, ফ্লিপকার্ট, এবং ওপ্পো ইন্ডিয়া ই-স্টোরে কেনার জন্য উপলব্ধ থাকবে। বেস মডেলটি গ্লেসিয়ার ব্লু এবং সলিড পার্পল রঙের পাওয়া যাবে, যেখানে প্রো ভেরিয়েন্ট গ্রানাইট ব্ল্যাক এবং মার্বেল হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে।

READ MORE:  রঙ বা জল লাগলেও ক্ষতি হবে না, দোলের আগে ওয়াটারপ্রুফ ফোন লঞ্চ করল Oppo

Oppo F29 5G সিরিজের বিশেষত্ব

কোম্পানির দাবি, ওপ্পো এফ২৯ ৫জি ও এফ২৯ প্রো ৫জি ‘ড্যুরাবিলিটি চ্যাম্পিয়ন’। ফোন দুটি ৩৬০ ডিগ্রি আর্মার বডি ও মিলিটারি গ্রেড সার্টিফিকেশন অফার করে। ফোনগুলি ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৬, আইপি৬৮, ও আইপি৬৯ রেটিং পূরণ করে। এছাড়া, স্পঞ্জ বায়োনিক কুশনিং, রাইজড কর্নার ডিজাইন কভার, লেন্স প্রোটেকশন রিং ও অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয় ইন্টারনাল ফ্রেম রয়েছে।

READ MORE:  Oppo F29 Pro 5G Features: বাজার কাঁপাতে আসছে Oppo F29 Pro 5G, লঞ্চের আগেই সমস্ত ফিচার্স ফাঁস হয়ে গেল | Dimensity 7300 Chipset

Oppo F29 5G সিরিজের স্পেসিফিকেশন ও দাম

Oppo F29 5G সিরিজ ৭.২৫ মিমি স্লিম এবং ওজন হবে ১৮০ গ্রাম। এটি জলের নীচে ফটোগ্রাফি সমর্থন করবে। প্রো ভেরিয়েন্টে ৮০ ওয়াট SuperVOOC চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। F29 Pro 5G এর দাম ভারতে ২৫,০০০ টাকার মধ্যে হতে পারে। এটি ৮ জিবি + ১২৮ জিবি ও ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে আসবে বলে আশা করা হচ্ছে। এতে MediaTek Dimensity 7300 প্রসেসর থাকার সম্ভাবনা।

READ MORE:  হ্যাসেলব্ল্যাডের দুর্দান্ত ক্যামেরার সঙ্গে সেরা স্মার্টফোন আনছে Oppo, লঞ্চ হবে শীঘ্রই

Picture Credit – টেক ভারত

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.