লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাজার কাঁপাতে পুরো পাল্টে যাচ্ছে মধ্যবিত্তের প্রিয় গাড়ি! চমকে দেবে মাইলেজ ও ফিচার্স

Published on:

দু’দশকের বেশি সময় ধরে দেশে বিক্রি হচ্ছে মারুতি সুজুকি ওয়াগনআর (Maruti WagonR)। গাড়িটি মধ্যবিত্ত ক্রেতাদের কাছে বিপুল জনপ্রিয়। সূত্রের দাবি, মারুতির এই টল বয় হ্যাচব্যাক এবার ভোল বদলে সম্পূর্ণ হাইব্রিড অবতারে বাজারে আসছে। দুর্ধর্ষ মাইলেজের পাশাপাশি থাকবে নতুন লুক এবং একগুচ্ছ ফিচার্স। বর্তমানে, এই হ্যাচব্যাকের ষষ্ঠ প্রজন্ম বিক্রি হচ্ছে বাজারে। যে নতুন মডেল আসতে চলেছে তাতে সম্পূর্ণ ভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  2025 Yamaha R3 Launched: মধ্যবিত্তের স্বপ্নপূরণ করতে Yamaha আনল দুই নতুন স্পোর্টস বাইক | 2025 Yamaha R25 Launched

Maruti WagonR Hybrid

সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলির দাবি, মাইলেজে উন্নতি হতে পারে এবং আজকালকার SUV এর মতো ঠাসা ফিচার্স থাকতে পারে, যা আকৃষ্ট করবে তরুণ ক্রেতাদের। এক প্রতিবেদন অনুযায়ী, আসন্ন মারুতি সুজুকি ওয়াগনআরে ৬৬০ সিসি পেট্রল ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর থাকতে পারে, যা সর্বোচ্চ ৬৪ হর্সপাওয়ার এবং ৮৭ এনএম টর্ক তৈরি করবে।

জাপানে যে হাইব্রিড ওয়াগনআর পাওয়া যায়

আপনাদের জানিয়ে রাখি, জাপানে, এই গাড়ি সুজুকি সোলিও নামে ১.২ লিটার, ৪ সিলিন্ডার পেট্রল ইঞ্জিন এবং একটি এসি সিঙ্ক্রোনাস মোটর-সহ পাওয়া যায়। পেট্রল মডেলটি সর্বোচ্চ ৯০ হর্সপাওয়ার এবং ১১৮ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। আর ইলেকট্রিক মোটরটি ৩ হর্সপাওয়ার এবং ৫০ এনএম টর্ক উৎপন্ন করে। ট্রান্সমিশন বিকল্পগুলির মধ্যে রয়েছে ই-সিভিটি এবং এজিএস।

READ MORE:  Ultraviolette Shockwave Launched: পেট্রলের পিছনে খরচের দিন শেষ, এক চার্জে 165 কিমি যেতে পারবে এই ইলেকট্রিক বাইক | Ultraviolette Shockwave Electric Bike Price in India

গাড়ির ফিচার্স

নতুন ওয়াগনআর হাইব্রিডে একাধিক বৈশিষ্ট্য থাকবে। যেমন স্মার্টফোন কানেক্টিভিটি সহ টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, পিছনের সিটের এয়ার ভেন্ট, একাধিক কাপ হোল্ডার, ডোর পকেট, সিটের নীচে স্টোরেজ ট্রে, ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট, স্লাইডিং এবং রিক্লাইনিং সিট, ফ্যাব্রিক সিটের আপহোলস্ট্রারি, ডুয়াল এয়ারব্যাগ (স্ট্যান্ডার্ড), ইবিডি সহ এবিএস, ড্রাইভার অ্যাসিস্ট্যান্স, রিয়ার পার্কিং ক্যামেরা এবং পার্কিং সেন্সর।

READ MORE:  2025 Maruti Suzuki Dzire Tour S Launched: প্রায় 34 কিমি মাইলেজ! গাড়ি বাজারে ছড়ি ঘোরাতে এল নতুন Maruti Dzire Tour S | 2025 Maruti Suzuki Dzire Tour S Price

ডিজাইন – বেস্ট কার ওয়েব

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.