লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাজেটে নতুন KYC ঘোষণা হতেই আধারের নিয়মে বদল, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

Updated on:

শ্বেতা মিত্র, কলকাতাঃ আধার কার্ড (Aadhaar) নিয়ে সমস্যায় পড়ার দিন শেষ। কারণ এবার সরকারের তরফে এমন এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার পরে সকলের মধ্যে খুশির হাওয়া বইছে। কেন্দ্রীয় সরকার আধার আইন সংশোধন করেছে, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এবার বেসরকারী প্রতিষ্ঠানগুলিকে তাদের পরিষেবা প্রদানের জন্য আধার যাচাইকরণ (প্রমাণীকরণ) ব্যবহার করার অনুমতি দিয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

বড় উদ্যোগ কেন্দ্রের

উল্লেখ্য, ২০১৮ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট আধার আইনের ৫৭ ধারাকে ‘অপব্যবহারপ্রবণ’ বলে ঘোষণা করে। এই ধারায় বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে বাণিজ্যিক উদ্দেশ্যে আধার যাচাইয়ের অনুমতি দেওয়া হয়েছিল।

READ MORE:  Recharge Plan: মাসে ৫০ টাকা বাড়তে পারে খরচ, রিচার্জের দাম বৃদ্ধির পথে Airtel থেকে Jio | May Recharge Price Hike Soon

সুশাসন সংশোধনী বিধিমালা ২০২৫

এখন, সরকার ‘সুশাসনের জন্য আধার যাচাইকরণ (সমাজকল্যাণ, উদ্ভাবন, জ্ঞান) সংশোধনী বিধি, ২০২৫’ বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে আধার যাচাইয়ের সুবিধা দেওয়া যেতে পারে, যদি তাদের প্রস্তাবিত পরিকল্পনা অনুমোদিত হয়।এখন প্রশ্ন উঠছে, আধার যাচাইকরণের জন্য কীভাবে অনুমতি পাবেন?

১) প্রস্তাব প্রস্তুতি- মন্ত্রক বা বিভাগ ব্যতীত অন্য যে কোনও প্রতিষ্ঠান যারা আধার যাচাইকরণ ব্যবহার করতে চায় তাদের অবশ্যই প্রমাণ করতে হবে যে এর উদ্দেশ্য বিধি ৩ এর অধীনে পড়ে এবং ‘রাজ্যের স্বার্থে’ রয়েছে।

২) পরীক্ষা ও অনুমোদন- প্রস্তাবটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে জমা দিতে হবে। যদি মন্ত্রক মনে করে যে এটি ‘রাজ্যের স্বার্থে’ রয়েছে, তবে তারা সুপারিশ সহ এটি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবে।

READ MORE:  Budget 2025: স্মার্টফোন থেকে TV, বাজেটে কোন জিনিস হল সস্তা কার বাড়ল দাম? দেখে নিন তালিকা | Budget 2025 What got Cheaper and Which Products became cheap?

৩)   ইউআইডিএআই এবং আইটি মন্ত্রকের পর্যালোচনা – বেসরকারী প্রতিষ্ঠানের আবেদনগুলি ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি দ্বারা পরীক্ষা করা হবে। এরপরে ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক ইউআইডিএআইয়ের সুপারিশের ভিত্তিতে অনুমোদন দেবে।

৪) চূড়ান্ত অনুমোদন – কেন্দ্রীয় বা রাজ্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক বা বিভাগ আধার যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানকে অবহিত করবে।

বিধি ৩ এর অধীনে কোন উদ্দেশ্যে আধার যাচাইকরণ করা যেতে পারে?

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলির অপব্যবহার রোধ করা জ্ঞানের উদ্ভাবন এবং প্রচারের প্রচার উপরন্তু, বিধি ৩ এর অধীনে একটি উপ-বিধিতে স্পষ্ট করা হয়েছে যে আধার যাচাইকরণ সম্পূর্ণ স্বেচ্ছাসেবী হবে। আধার যাচাইকরণের ফলে কোন পরিষেবাগুলি উপকৃত হবে? সরকারের মতে, এই সংশোধনী ই-কমার্স, ভ্রমণ, পর্যটন, হোটেল, স্বাস্থ্যসেবা ইত্যাদি ক্ষেত্রের মানুষকে সহায়তা করবে। পাশাপাশি উদ্ভাবন ও ডিজিটাল সেবায় মানুষের প্রবেশাধিকার বাড়বে। এখন, যে কোনও সংস্থা একটি বিশেষ পোর্টালে আধার যাচাইকরণের অনুমতির জন্য আবেদন করতে পারবে, যেখানে তার প্রয়োজনীয়তার বিশদ সরবরাহ করতে হবে। এই সংশোধনী সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানকেই স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি বাড়াতে সহায়তা করবে এবং জনগণ নির্ভরযোগ্য সেবা পাবে।

READ MORE:  সুসংবাদ, দাম কমছে স্মার্টফোন সহ ইলেকট্রনিক্স প্রোডাক্ট এবং LED-LCD টিভির
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.