লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাজেট ৬৫০০ টাকার কম? Redmi A3x ও Samsung Galaxy F05 সহ এই তিনটি ফোন আপনার জন্য সেরা হবে | Best Smartphone Budget Under Rupees 6500

Published on:

নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনার বাজেট যদি ৬৫০০ টাকা হয়, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আমরা এন্ট্রি-লেভেল সেগমেন্টের বেশ কিছু আকর্ষণীয় স্মার্টফোন সম্পর্কে বলবো, যেগুলো কম দামে ভালো পারফরম্যান্স, বড় ডিসপ্লে, উন্নত ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি অফার করবে। এই প্রতিবেদনে আমরা ৬৫০০ টাকার রেঞ্জের Samsung, Redmi এবং Lava-র ফোনের বিষয়ে জানাবো।

Samsung Galaxy F05

স্যামসাং গ্যালাক্সি এফ০৫ মাত্র ৬৪৯৯ টাকায় ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। ফিচারের কথা বললে, এতে আছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। এতে পাওয়া যাবে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। ফটোগ্রাফির জন্য এই স্যামসাং হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স উপস্থিত। সেলফির জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং স্টাইলিশ লেদার ডিজাইন সহ এসেছে।

READ MORE:  Realme 14T 5G Specification: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ৬০০০mAh ব্যাটারি, Realme 14T 5G বাজারে আসতেই ঝড় তুলবে | Realme 14T 5G 50 Megapixel Dual Camera

Redmi A3X

৬৫০০ টাকার কমে আমাদের পরবর্তী ফোন হল Redmi A3X। এর ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬১৯৯ টাকা। এই ফোনে দেওয়া হয়েছে ৬.৭১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই রেডমি ফোনে ১ টিবি পর্যন্ত মাইক্রো SD কার্ড সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।

READ MORE:  Motorola Razr Plus 2025 Specification: পারফরম্যান্সের সাথে আপোষ নয়, Motorola Razr Plus 2025 বা Razr 60 Ultra দুর্দান্ত ফিচার সহ বাজারে আসছে | Motorola Razr 60 Ultra Features

Lava Yuva Smart

এই লিস্টের তৃতীয় মডেল Lava Yuva Smart। এর ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এই ফোনে আছে ৬.৭৫ ইঞ্চি নচ ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

READ MORE:  কম দামে আকর্ষণীয় ফিচার, লঞ্চ হল Samsung Galaxy A56, Galaxy A36 এবং Galaxy A26

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.