লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাড়বে কর্মসংস্থান, উপকৃত হবে বাংলার ৪ কোটি মানুষ! বাজেটে MSME নিয়ে বিরাট ঘোষণা

Updated on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের কথা মাথায় রেখে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে বাজেটে বিশেষ জোর দিয়েছে কেন্দ্র সরকার। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাত ধরে MSME (অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে) খাতে বিপুল সংখ্যক ঋণ বৃদ্ধি করল কেন্দ্র। রিপোর্ট বলছে, কেন্দ্রীয় সরকারের এই বিশেষ উদ্যোগে লাভের মুখ দেখবে ছোট ব্যবসায়ীরা।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

সেই সাথে সরকারের এই বিশেষ পদক্ষেপ তরুণ প্রজন্মের কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি অতি ক্ষুদ্র শিল্পগুলি মাথা তুলে দাঁড়াবে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের এই MSME বাজেট বৃদ্ধি পেটের ভাত যোগাবে পশ্চিমবঙ্গের প্রায় 4 কোটি মানুষের। হ্যাঁ, রাজ্যের এক তৃতীয়াংশ মানুষ যারা জীবিকা নির্বাহের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে MSME-র ওপর নির্ভরশীল। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর শনিবারের ঘোষণায় উপকৃত হবেন তারা সকলেই।

ঋণ বাড়ল MSME-র

শনিবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জানান, MSME-দের উচ্চতর দক্ষতা অর্জন, প্রযুক্তিগত উন্নয়ন এবং মূলধন সংগ্রহের জন্য বিনিয়োগ এবং টার্নওভার যথাক্রমে 2.5 গুণ ও 2 গুণ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। আগামী 5 বছরে ছোট উদ্যোগপতিদের অতিরিক্ত 1.5 লক্ষ কোটি ঋণ দেওয়ার প্রস্তাব দেওয়া হবে সরকারের তরফে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, MSME-র লোনের অর্থ 5 কোটি টাকা থেকে বাড়িয়ে 10 কোটি পর্যন্ত করা হবে।

READ MORE:  ফ্লোরিডায় কর্মরত, বড়মার পুজো দিয়ে বেড়াতে যান কাশ্মীর, আর ঘরে ফেরা হবে না বিতানের

যেসব ব্যবসায়ীরা নতুন স্টার্টআপ খুলবেন তাদের জন্য ঋণ গ্যারান্টি কভার 10 কোটি থেকে বাড়িয়ে দুই গুণ অর্থাৎ 20 কোটি করবে সরকার। একই পথ ধরে 27টি সেক্টরের জন্য ঋণ গ্যারান্টি 1 শতাংশ কমিয়ে আনার কথাও বলেছেন নির্মলা। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, সরকারের প্রতিটি পদক্ষেপ প্রধানমন্ত্রীর স্বপ্নের আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে বিশেষ গুরুত্ব রাখছে।

দেশের বর্তমান MSME

গতকালের বাজেটে উল্লিখিত যাবতীয় প্রতিশ্রুতি পূরণের আগে পর্যন্ত অর্থাৎ বর্তমানে ভারতে 1 কোটিরও বেশি(4.74 কোটি এন্টারপ্রাইজ) MSME রয়েছে। যা গোটা দেশে প্রায় সাড়ে 7 কোটি মানুষের কর্মসংস্থানের জায়গা করে দেয়। চলতি বছর এই সেক্টর দেশের মোট উৎপাদনের 36 শতাংশ ও রপ্তানির 45 শতাংশ অংশীদারিত্ব ধরে রেখেছে।

READ MORE:  Air Taxi Kolkata: ভাড়া অটো রিক্সার মতো, এবার কলকাতা শহরে উড়বে Air Taxi, কবে শুরু পরিষেবা? | Sarla Aviation Air Taxi

কেন্দ্রের বড় পরিকল্পনা

বর্তমানে ভারত সরকারের উদ্যোগে উদ্যম পোর্টালে নথিভুক্ত রয়েছে এমন একাধিক ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোগগুলির জন্য কাস্টমাইজড ক্রেডিট কার্ড চালু করার কথা ঘোষণা করা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, এই কার্ডের সর্বোচ্চ সীমা থাকবে 5 লক্ষ টাকা। যা ছোট ব্যবসায়ীরা নিজেদের ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।

সূত্র বলছে, প্রথম বছর প্রায় 10 লক্ষ ক্রেডিট কার্ড বিতরণের পরিকল্পনা করেছে ভারত সরকার। এই বিরাট উদ্যোগের পাশাপাশি মহিলা তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অর্থাৎ SC-ST মহিলা উদ্যোগপতিদের জন্য 2 কোটি টাকা পর্যন্ত ব্যবসায়ীক ঋণ চালু করার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে সরকার।

উপকৃত হবেন বাংলার 4 কোটি ছোট-মাঝারি উদ্যোগপতি!

বেশ কিছু রিপোর্ট মারফত খবর, গতকালের বাজেটে MSME ঋণ বৃদ্ধির জেরে উপকৃত হবেন পশ্চিমবঙ্গের প্রায় 4 কোটি ছোট-মাঝারি উদ্যোগপতি। সেই সাথে রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানও বাড়বে হু হু করে। সম্প্রতি সিসি ল-র ম্যানেজিং পার্টনার সন্দীপ চিলানা জানিয়েছেন, 2025 সালে কেন্দ্রীয় সরকার বাজেটের ক্ষেত্রে MSME সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

অবশ্যই পড়ুন: বাজেটের পরের দিনই সোনা-রুপোর দামে মিল স্বস্তি, এক ক্লিকেই জেনে নিন আজকের রেট

ঋণ বৃদ্ধির পাশাপাশি কাস্টমাইজড ক্রেডিট কার্ড চালু করার কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফ। এর ফলে বহু মানুষ লাভের মুখ দেখবেন। উল্লেখ্য, কেন্দ্রীয় বাজেটে বিশেষ গুরুত্ব পাওয়া MSME-র ক্ষেত্রে রাজ্য সরকারের অধীনে থাকা MSME অধি দফতর 238টি ক্লাস্টার চিহ্নিত করেছে। যার মধ্যে হাওড়ায় 27টি, কলকাতায় 6টি, পূর্ব মেদিনীপুরে 19টি, মুর্শিদাবাদে 18টি, মালদায় 16টি এবং উত্তর ২৪ পরগনায় 16টি MSME ক্লাস্টার রয়েছে।

READ MORE:  RBI Internship: কপাল খুলবে বেকারদের! ২০,০০০ বেতন সহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে RBI, কীভাবে আবেদন? | RBI Internship 2025

 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.