বাড়ির সর্বত্র লাল থেকে কালো পিঁপড়ের উপদ্রব! রইল দূর করার সহজ উপায়
বাড়ির বিভিন্ন জায়গাতেই পিঁপড়ের উপদ্রব হয়। এমনকি দরজা জানলার কোণে গর্ত করে তারা নিজেদের বাসা বানিয়ে ফেলে। ব্যাস তারপর লাইন করে চলা শুরু। খাবার দাবার কোনও কিছুই রাখার উপায় নেই, সর্বত্রই তাদের হামলা। তাহলে মুক্তির উপায়? চলুন তাহলে জেনে নেওয়া যাক কিছু অব্যর্থ দাওয়াই!
বাজারে খুব সহজেই পিঁপড়ে তাড়ানোর চক পাওয়া যায়। যে পথে পিঁপড়ে যাতায়াত করে সেই রাস্তায় চক দিয়ে দাগ কেটে দিন। এক সপ্তাহ অন্তর অন্তর এই চকের ব্যবহার করুন। দেখবেন বাড়ি থেকে পিঁপড়ে নিশ্চিহ্ন হয়েছে।
দ্বিতীয় উপায়। যেখানে অতিরিক্ত পিঁপড়ের উপদ্রব এখানে একপাত্র ভর্তি জল রেখে দিন। দেখবেন সব পিঁপড়ে ওই জলের ওপরে গিয়ে পড়েছে। তারপর আর কি জল ফেলে দিলেই হয়ে গেল।
পিঁপড়ে তাড়াতে কাজে লাগে এসেনসিয়াল অয়েলও। তুলোতে করে তেল নিয়ে দরজা জানলার কোনায় কোনায় দিয়ে দিন দেখবেন পিঁপড়ের উপদ্রব শেষ।
এছাড়াও পিঁপড়ে তাড়াতে অব্যার্থ বেকিং সোডা।ভিনিগার এবং বেকিং সোডার মিশ্রণ তৈরি করে পিঁপড়ে দেখতে পেলেই স্প্রে করে দিন। এমনকি যে সমস্ত স্থানে পিঁপড়ে বাসা বেধেছে সেই জায়গাতেও স্প্রে করুন। দেখবেন কিছু দিনেই পিঁপড়ে মুক্ত হয়েছে আপনার বাড়ি।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.