বাড়ি তৈরির অনুমোদন ফি অর্ধেক, শহরেও আবাস প্রকল্প! কলকাতা পুরসভার বাজেটে চমক
শ্বেতা মিত্র, কলকাতা: পেশ করা হয়েছে এবারের কলকাতা পুরসভার (KMC Budget) বাজেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হেঁটেছেন মেয়র ফিরহাদ হাকিম। এবার তিনি কলকাতা পুরসভার বাজেট পেশ করলেন। ঘটা করা বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী নিজে। লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্প সাধারণ মানুষের মন জয় করেছে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো কাজ হলে, বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা নিতে পারবেন বহু মানুষ।
আসন্ন নির্বাচনের আগে এই প্রকল্পই হয়ে উঠতে পারে শাসক দলের স্বস্তির অন্যতম কারণ। সেই লক্ষ্যে বাজেটেও বাড়ল বরাদ্দ। রাজ্য বাজেটের মতো কলকাতা পুরসভার বাজেটেও বাংলার বাড়ি প্রকল্পে জোর দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় কাজ শুরু করার জন্য চিন্থিত করা হয়েছে জমি। কলকাতার ১৬টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। ওদিকে নতুন বাজেটে ২ থেকে ৩ কাঠা জায়গায় বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমোদন ফি ৫০ শতাংশ কমানো হয়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার ধাঁচে মমতা বন্দোপাধ্যায় এই বাংলা আবাস যোজনা শুরু করেছে। রাজ্যের নিজস্ব এই বাংলা আবাস যোজনার নাম-ই ‘বাংলার বাড়ি’। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তুলে ২০২৪-এর ডিসেম্বরে নয়া প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে রাজ্য়ের ২১ জেলায় যোগ্য দাবিদার পরিবারকে দুই কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার-ই।
বাজেটে বাড়ানো হয়েছে বোরো ফান্ড। বোরো ফান্ডে ২৫ লক্ষ টাকার বদলে এবার বরাদ্দ করা হয়েছে ৩০ লক্ষ টাকা। অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরি করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আরও ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।
বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানো হয়েছে। এবারের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হয়েছে ১৮০.০৫ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হয়েছিল ১৮৬. ৫৫ কোটি টাকা। কার পার্কিং খাতে আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২১ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে কার পার্কিং খাতে কলকাতা পুরসভার আয়-হয়েছিল ১৩.৪৬ কোটি টাকা। লাইসেন্স খাতে এই আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৮০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে কলকাতা পুরসভার আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫,৫২৪.৮৪ কোটি টাকা। আর ব্যয়ের লক্ষ্য মাত্র রাখা হয়েছে ৫,৬৩৯.৫৬ কোটি টাকা।
সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক…
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
This website uses cookies.